কথা ছিল ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন শুভশ্রী কিন্তু তার আগেই নভেম্বরের ৩০ তারিখ শুভশ্রী এবং রাজ চক্রবর্তীর ঘর আলো করে এলো কন্যা সন্তান। বৃহস্পতিবার অর্থাৎ লক্ষীবারে মা লক্ষ্মীর আগমন হল এই তারকা দম্পতির বাড়িতে। কিন্তু মা লক্ষী নয় বরং মা সরস্বতীর নামে মেয়ের নাম রাখলেন রাজ-শুভশ্রী। নাম রাখলেন ইয়ালিনি, যার নামের অর্থ সংগীত বা সুর। মা সরস্বতীর নামে এই নামটি রেখেছেন তারা। এবার চলুন দেখে নেওয়া যাক আর কোন কোন সেলেব্রিটি সন্তানদের এমন কঠিন নামকরণ করেছেন।
ইউভান : শুভশ্রীর প্রথম সন্তান ইউভান জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ার নজর কেড়ে নিয়েছিলেন। ইউভানের প্রকৃত অর্থ হলো মহাদেব। এছাড়া অভিধান ঘাটলে আপনি ইউভানের আরো যে অর্থগুলি পাবেন সেগুলি হল সুস্বাস্থ্যবান, শক্তিশালী এবং সদা জাগ্রত।
ঈশান : টলিউডের সুন্দরী অভিনেত্রী নুসরাত জাহান এবং যশ দাশগুপ্তের পুত্র ঈশান। ঈশানের জন্মের সময় যদিও বিতর্ক তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু সেসব অন্য কথা। ঈশান শব্দটির অর্থ হল উত্তর-পূর্ব কোন, কিন্তু এছাড়াও ঈশান শব্দটি মহাদেবের আরেক নাম। এই নামের আরো কিছু অর্থ হলো ঐশ্বর্য, সমৃদ্ধি এবং জ্ঞান।
আদবান : চলতি বছরে সেপ্টেম্বর মাসে দ্বিতীয়বার বাবা হয়েছেন অনীক ধর। অনিক এবং দেবলীনার দ্বিতীয় সন্তানের নামের অর্থ হলো সূর্য।
কেশব : রাজা গোস্বামী এবং মধুবনী গোস্বামীর একমাত্র সন্তানের নাম কেশব। এই নামটি রাখা হয়েছে শ্রীকৃষ্ণ এবং শিবের নাম মিলিয়ে। টলিউডের আরেক অভিনেত্রী পূজাও নিজের সন্তানের নাম রেখেছেন কেশব।
আদিদেব : জি বাংলার রান্নাঘর সঞ্চালিকা সুদিপা চ্যাটার্জী এবং অগ্নিদেব চ্যাটার্জির একমাত্র পুত্রের নাম আদিদেব। এই নামটির অর্থ হল সৃষ্টিকর্তা অর্থাৎ ভগবান শিবের অন্য নাম হলো আদিদেব।
আরিয়ান : শাহরুখ এবং গৌরীর প্রথম সন্তানের নাম আরিয়ান। আরিয়ান প্রথম সন্তান হওয়ার সুবাদে বাবা-মার ভীষণ প্রিয়। আরিয়ান কথার অর্থ মহান এবং সম্মানিত।
সুহানা : শাহরুখের একমাত্র কন্যা সন্তানের নাম সুহানা। সোহানা শব্দটির অর্থ হল সূর্যের উজ্জ্বল রশ্মি। মনোরম কথার আরেকটি প্রতিশব্দ হলো এই সুহানা।
আদিরা : আদিত্য চোপড়া এবং রানী মুখার্জির একমাত্র কন্যা সন্তানের নাম আদিরা। রানী মুখার্জি তার কন্যা সন্তানকে চিরকালই সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতেই পছন্দ করেন। আদিরা শব্দের অর্থ শক্তিশালী,উদার এবং সুন্দর।
ভামিকা : বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার একমাত্র কন্যা সন্তানের নাম ভামিকা। বিরাট এবং অনুষ্কা দুজনেই সোশ্যাল মিডিয়া থেকে নিজের সন্তানকে দূরে রাখেন। ভামিকা দেবী দুর্গার আরেকটি নাম।
ধীর : সব্যসাচী চক্রবর্তীর বড় পুত্র গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমার সন্তান জন্ম নিয়েছে চলতি বছরে সেপ্টেম্বর মাসে। খুব সম্প্রতি একরত্তি শিশুকে নিয়ে তারা পাহাড়েও বেড়াতে গিয়েছিলেন। ধীর কথাটির অর্থ শান্ত, যে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
আরও পড়ুন : বোনে বোনে বনিবনা নেই! এই একটি কারণে রানীকে সহ্য করতে পারেন না কাজল
কবির : রঞ্জিত মল্লিকের একমাত্র নাতি হলো কবির। কোয়েল মল্লিক এবং নিসপাল সিং রানের একমাত্র পুত্র কবিরের নামের অর্থ হলো শক্তিশালী, মহান এবং নেতা। এই মুহূর্তে কবির তিন বছর অতিক্রান্ত করেছে এবং ধীরে ধীরে তার স্কুল জীবনের যাত্রা শুরু হয়েছে।
আরও পড়ুন : হিন্দি সিরিয়ালের সেরা ৫ নায়িকা, উপার্জনের দিক দিয়ে পেছনে ফেলেছেন বলিউড অভিনেত্রীদেরও
রাহা : কন্যা সন্তানের জন্মের আগে থেকেই আলিয়া এবং রণবীর মেয়ের নাম ভেবে রেখেছিলেন। ২০২২ সালের নভেম্বর মাসে আলিয়ার প্রথম কন্যা সন্তান রাহার জন্ম হয়। রাহা কথাটির অর্থ স্বর্গীয় পথ। সংস্কৃতে এই নামটির অর্থ বংশ। আরবিতে নামটির অর্থ শান্তি এবং বাংলায় স্বস্তি।
লিয়ানা : ২০২২ সালে এপ্রিল মাসে দেবীনা বন্দ্যোপাধ্যায় এবং গুরমিতের প্রথম সন্তানের জন্ম হয়। এই তারকা দম্পতি প্রথম কন্যা সন্তানের নাম রাখেন লিয়ানা, যার অর্থ বাইবেল অনুযায়ী, আমার ঈশ্বর উত্তর দিয়েছেন।
আরও পড়ুন : বলিউডের সৎ ছেলেমেয়েদের সঙ্গে সৎ মায়ের বয়সের পার্থক্য কত? জানলে চমকে যাবেন
দিবিশা : প্রথম সন্তানের জন্মের কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় সন্তানের পিতা-মাতা হন দেবীনা এবং গুরমিত। দ্বিতীয় কন্যা সন্তানের নাম তারা রাখেন দিবিশা। এই নামটি মা দুর্গার অন্য নাম। এই নামের আরো একটি অর্থ হলো স্বর্গের অংশ।
আরও পড়ুন : বছর বছর নতুন প্রেমিকা লাগে! সালমান খানকে ধুয়ে দিল প্রাক্তন বান্ধবী
বায়ু : গত বছরের আগস্ট মাসে সোনাম কাপুর এবং আনন্দ আহুজা তাদের একমাত্র পুত্র সন্তানের জন্ম দেন। বায়ু বলতে যে আমরা পবন দেবতাকে বুঝি তা আর বলার অপেক্ষা রাখে না।
দেবী : গত বছর নভেম্বর মাসে বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার বাবা মা হন এক কন্যা সন্তানের। বিপাশা তার মেয়ের নাম রেখেছেন দেবী। দেবী কথাটির অর্থ মা। পুরান অনুযায়ী এই নামের অর্থ মহান দেবী।