Who is Farzan Arshi : জি বাংলা (Zee Bangla) -র সারেগামাপা (Sa Re Ga Ma Pa) মঞ্চ কাঁপিয়েছিলেন তিনি। মনে হয়েছিল এই গায়কের হাত ধরেই দুই বাংলার সম্পর্ক আরো মজবুত হবে। কিন্তু হয়েছিল ঠিক তার উল্টো। সারেগামাপা মঞ্চ জিতে নেওয়ার পর বাংলাদেশ (Bangladesh) ফিরে একের পর এক বিতর্কে জড়াতে শুরু করেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble)। এবার ফের বিয়ের মন্ডপে বসে খবরের শিরোনাম ছিনিয়ে নিলেন তিনি।
কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি অশালীন মন্তব্য করে আবার কখনো নরেন্দ্র মোদিকে ছোট করে তুমুল সমালোচিত হন নোবেল। শুধু আগাম টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ার অভিযোগ নয়, ধর্ষণের অভিযোগ পর্যন্ত উঠেছিল এই গায়কের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় বারবার অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন তিনি। প্রাক্তন স্ত্রী পর্যন্ত এই অশালীন আচরণের সমালোচনা করেছিলেন।
একবার একটি কলেজের অনুষ্ঠানে নেশার ঘোরে স্টেজে উঠে গান গাইতে না পারায় দর্শকদের কাছে জুতোর বাড়ি পর্যন্ত খেতে হয়েছে গায়ককে। অনুষ্ঠানে না গিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার দায়ও রয়েছে নোবেলের ওপর। প্রতিমাসে প্রায় ৪ লক্ষ টাকার মাদক সেবন করেন সংগীত শিল্পী নোবেল, এমনটাই অভিযোগ করেছিলেন নোবেলের প্রাক্তন স্ত্রী।
মদ্যপানের প্রতি তার এতটাই আসক্তি, কখনো মদ্যপান করে অসংলগ্ন কথা বলে বিতর্ক তৈরি করে ফেলেন কখনো আবার গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হন। বারবার থাকতে হয় পুলিশি হেফাজতে। একবার ফেসবুক প্রোফাইল থেকে অশালীন মন্তব্য পোস্ট করতে দেখে যখন উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া তখন নোবেল বলেছিলেন তার পেজ হ্যাক হয়ে গেছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ার পর্দায় নিজেকে বারবার পাল্টে ফেলার দাবিও জানিয়েছিলেন গায়ক, কিন্তু তা হয়নি।এবার চতুর্থ বিয়ে করে সকলকে চমকে দিলেন তিনি।
আরও পড়ুন : ব্রিটিশদের চাটুকার, So Called বিশ্বকবি! রবীন্দ্রনাথকে নিয়ে কটুক্তি বাংলাদেশী নোবেলের
নোবেলের প্রথম স্ত্রীর নাম ছিল রিমি। কিছু বছর পরেই বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর এক আত্মীয়ের মেয়েকে বিয়ে করেছিলেন নোবেল। কিন্তু সেই বিয়েও বেশিদিন টেকেনি। অবশেষে ২০১৯ সালের ১৫ই নভেম্বর সালসাবিলকে বিয়ে করেন তিনি। কিন্তু কিছু মাসের মধ্যেই দুজনের মধ্যে তিক্ততা তৈরি হয়। সিগারেট, মদ, গাঁজা সব কিছুরই নেশায় নিজেকে মত্ত করে ফেলেন নোবেল। নোবেলকে নেশার জগত থেকে ফিরিয়ে আনার বহু চেষ্টা করেন স্ত্রী, কিন্তু উল্টে কপালে জোটে শারীরিক নির্যাতন।
আরও পড়ুন : দিনে ৪ লক্ষ টাকার মাদক লাগে নোবেলের, স্বামীর সব কুকীর্তি ফাঁস করে দিলেন স্ত্রী
আরও পড়ুন : গান গাইতে এসে মাতলামি! নোবেলকে জুতোপেটা করে মঞ্চ থেকে তাড়ালেন দর্শকরা
তৃতীয় বিবাহ বিচ্ছেদের পর ৬ মাস অতিক্রম হতে না হতেই ফের বিয়ে করলেন নোবেল। এবার পাত্রী ফারজান আরশি (Farjan Arshi)। তিনি পেশায় একজন ফুড ব্লগার। তিনি খুলনার বাসিন্দা। আরশির এটি দ্বিতীয় বিয়ে। এর আগে নাদিম আহমেদ নামে এক ফুড ব্লগারকে বিয়ে করেছিলেন তিনি। যদিও সেই ব্যক্তির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে কিনা তা জানা যায়নি। এদিকে নোবেলের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেও লাভ হয়নি কারণ গায়কের ফোন বন্ধ।
আরও পড়ুন : বিবাহবহির্ভূত প্রেম, গাঁজা খেয়ে বেপরোয়া মাতলামি, ফের বিতর্কে সারেগামাপা খ্যাত নোবেল
রবিবার সমাজমাধ্যমে নতুন স্ত্রীর সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি পোস্ট করে বিয়ের কথা জানান নোবেল। জানা গেছে, গায়কের স্ত্রীর নাম ফারজানা আরশি। খুলনার বাসিন্দা আরশির সঙ্গে সোশ্যাল মিডিয়া মারফতই পরিচয় হয় নোবেলের। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে দুজনে বেশ কিছুদিন ডেট করেছেন পরস্পরকে।