Highest Paid Bollywood Actress : একটা সময় ছিল যখন বলিউড (Bollywood) অভিনেতারা-অভিনেত্রীদের থেকে অনেক বেশি পারিশ্রমিক পেতেন। একই পরিশ্রম করেও অভিনেত্রীরা পিছিয়ে থাকতেন অনেকটাই। খুব সম্ভবত শ্রীদেবী ছিলেন প্রথম অভিনেত্রী যিনি অভিনেতাদের সমসাময়িক অর্থ উপার্জন করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু বর্তমানে বলিউডের প্রত্যেক অভিনেত্রীরা অভিনেতাদের সমসাময়িক অর্থ আবার কখনো কখনো বেশি অর্থ উপার্জন করেন। চলুন দেখে নেওয়া যাক বলিউডের প্রথম সারির অভিনেত্রীরা ঠিক কত টাকা উপার্জন করেন এক একটি সিনেমা থেকে।
Highest Earning Bollywood Actress
ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) : সিনেমা নিয়ে চিরকালই ভীষণ খুতখুঁতে ঐশ্বর্য রাই বচ্চন তাই এতদিন ইন্ডাস্ট্রিতে থেকেও তিনি শুধুমাত্র বাছাই করা কিছু সিনেমাতে অভিনয় করেছেন। বলিউড ছাড়াও দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তিনি কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। এই প্রাক্তন বিশ্ব সুন্দরী এক একটি সিনেমা থেকে আয় করে থাকেন ১০ থেকে ১২ কোটি টাকা।
শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) : বলিউডের অন্যতম বিখ্যাত নায়ক শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা কাপুর নিজের অভিনয়ের জোরে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন। ‘হাসিনা পারকার’ সিনেমাতে অসাধারণ অভিনয় করে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। শ্রদ্ধা এক একটি সিনেমার জন্য নিয়ে থাকেন ৭ থেকে ১৫ কোটি টাকা।
করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) : উদ্ধত মনোভাবের জন্য সকলের কাছে পরিচিত করিনা কাপুর খান। তবে স্বভাবের দিক থেকে তিনি যতই উদ্ধত হন না কেন, পরিচালকদের কাছে কিন্তু তিনি এখনো প্রথম পছন্দ। বেবো এক একটি সিনেমার জন্য নেন ৮ থেকে ২১ কোটি টাকা।
আলিয়া ভাট (Alia Bhatt) : এই মুহূর্তের অন্যতম সর্বকনিষ্ঠ এবং ব্যস্ততম অভিনেত্রী হলেন আলিয়া ভাট। সম্প্রতি ‘গাঙ্গুবাই কাটিয়াবাড়ী’ সিনেমার জন্য তিনি জাতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। আলিয়া এক একটি সিনেমার জন্য ১০ থেকে ২০ কোটি টাকা নিয়ে থাকেন।
ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : সম্প্রতি সালমান খানের বিপরীতে ‘টাইগার থ্রি’ সিনেমায় অভিনয় করে ফের শিরোনাম ছিনিয়ে নিয়েছেন ক্যাটরিনা। আগামী ১২ নভেম্বর এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে তবে ইতিমধ্যেই ক্যাটরিনার টাওয়েল ফাইট ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। তিনি সিনেমায় অভিনয় করার জন্য ১৫ থেকে ২১ কোটি টাকা নেন।
কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) : একা হাতে একটি সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়া কঙ্কনার সর্বশেষ বেশ কিছু সিনেমা কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সম্প্রতি ‘এমার্জেন্সি’ সিনেমাটি নিয়ে ভীষণ ব্যস্ত তিনি। কঙ্গনা এক একটি সিনেমার জন্য নিয়ে থাকেন ১৫ থেকে ২৭ কোটি টাকা।
প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) : আপাতত বলিউডের পাট চুকিয়ে দিয়ে তিনি চলে গেছেন হলিউডে। হলিউডে তিনি এক একটি সিনেমা বা ওয়েব সিরিজের জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক নেন তা জানা না গেলেও যতদিন তিনি বলিউডে কাজ করেছেন ততদিন তিনি এক একটি সিনেমার জন্য ১৫ থেকে ৪০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
আরও পড়ুন : জামাইবাবুর সঙ্গে রোমান্সই হল কাল! কোথায় হারিয়ে গেলেন রাজেশ খান্নার শ্যালিকা সিম্পল কাপাডিয়া?
দীপিকা পাডুকোন (Deepika Padukone) : এই মুহূর্তে দীপিকা এবং রণবীর ব্যক্তিগত জীবন নিয়ে তুমুল কাটাছেঁড়া চলছে সোশ্যাল মিডিয়ায়। ‘কফি উইথ করন’ নামক রিয়েলিটি শোতে দীপিকার একটি মন্তব্যকে ঘিরে নেটিজেন হয়েছেন ক্ষুব্ধ। দীপিকা এক একটি সিনেমার জন্য ১৫ থেকে ৩০ কোটি টাকা নিয়ে থাকেন।
আরও পড়ুন : ‘কসৌটি জিন্দেগি কি’র খলনায়িকা ঊর্বশী ঢোলাকিয়ার ব্যক্তিগত জীবন সিনেমার থেকে কম নয়
অনুষ্কা শর্মা (Anushka Sharma) : বিরাট কোহলিকে বিয়ে করার পর থেকে সেই ভাবে আর সিনেমা জগতে দেখা যায় না অনুষ্কাকে। ভবিষ্যতে তিনি ফের পুরোদমে বলিউডে ফিরবেন কিনা সেটাও এখন থেকে বলা যাচ্ছে না। অনুষ্কা এক একটি সিনেমার জন্য নিয়ে থাকেন ৭ থেকে ১০ কোটি টাকা।