‘মা’ শেষ সিরিয়াল! ‘ঝিলিক’ তিথি হঠাৎ কেন ছেড়ে দিলেন অভিনয়?

Tithi Basu : মনে আছে, জন্মভূমির কথা? এই ধারাবাহিকটি যখন সম্প্রচারিত হতো তখন রীতিমতো রাস্তায় লোক চলাচল কম হয়ে যেত। তেমন একটি ধারাবাহিক ছিল স্টার জলসা (Star Jalsha) -র ‘মা’ (Maa)।এই ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় করেছিলেন তিথি বসু এবং শ্রীতমা ভট্টাচার্য। শ্রীতমা ভট্টাচার্য বর্তমানে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিককে অভিনয় করলেও যার হাত ধরে এই ধারাবাহিকটি মূলত জনপ্রিয়তা অর্জন করেছিল, সেই তিথি বসু (Tithi Basu) কিন্তু হারিয়ে গেছেন অভিনয় জগত থেকে। সম্প্রতি নিজের জীবনের কিছু অজানা কথা সকলের সামনে তুলে ধরেছেন এই টেলি অভিনেত্রী।

Tithi Basu Life Story

২০১০ সালে স্টার জলসায় এই ধারাবাহিকটি শুরু হয় এবং টানা ৪ বছর সব থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করে অবশেষে ২০১৪ সালে ধারাবাহিকটি শেষ হয়।এই ধারাবাহিকের জনপ্রিয়তার কথা মাথায় রেখে ২০১১ সালে হিন্দি ভাষায় ‘মেরি মা’ ধারাবাহিক প্রচারিত করা হয়। শুধু তাই নয়, মালায়ালাম টেলিভিশন চ্যানেলে ২০১১ সালে ‘আম্মা’ নামে একটি ধারাবাহিক সম্প্রচারিত হয়েছিল, যার গল্প নেওয়া হয়েছিল স্টার জলসার মা ধারাবাহিক থেকে।

Tithi Basu

সম্প্রতি একটি ওয়েব প্ল্যাটফর্মে এসে ঝিলিক ওরফে তিথি জানান, যখন তিনি ক্লাস টেনে পড়তেন তখন তার বাবা-মা আলাদা থাকা সিদ্ধান্ত নেন। জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়ার আগে এত বড় একটা ধাক্কা তিনি যে কিভাবে সামলেছিলেন, তা ভেবেও এখন অবাক হতে হয়। বাবা মায়ের বিচ্ছেদের সেই সময়টা নুন ভাত খেয়েও স্কুলে যেতে হয়েছিল তাকে। ‘ মা ‘ ধারাবাহিকে কাজ করে যেটুকু অর্থ উপার্জন হয়েছিল সেটাও খরচ হয়ে যায় ফলে প্রবল আর্থিক সমস্যায় পড়তে হয় তিথিকে।

তিথি আরো জানান , বোর্ড পরীক্ষায় যখন বন্ধুদের বাবা-মাকে তিনি দেখতেন, তখন ভীষণ কষ্ট হতো। সেই সময় একটা ইংরেজি মাধ্যম স্কুলে তিনি পড়তেন কিন্তু কয়েক মাস মাইনে না দেওয়ার ফলে সেই স্কুল ছেড়ে দিতে হয় তাকে, যা অত্যন্ত কষ্টকর ছিল। ইলেকট্রিক বিল দিতে না পারায় অন্ধকার বাড়িতে রাত কাটাতে হয়েছিল মা-মেয়েকে।

Tithi Basu

অভিনেত্রীর কথায়, “সেই সময়টা কেউ পাশে থাকে নি। খুব কাছের মানুষকেও অচেনা হতে দেখেছি। অনেকের কাছে তখন হাসির পাত্র হয়ে গিয়েছিলাম আমরা। তবে এখনো সম্পর্ক ছিল, যারা আমাদের রক্তের নয় কিন্তু সেই সময় আমাদের পাশে দাঁড়িয়ে ছিলেন। নিজেদের বলতে শুধুমাত্র মামার বাড়ির সদস্যরা আমাদের জন্য লড়েছিল সেই সময়ে।”

আরও পড়ুন : নামমাত্র মূল্যে নিজেদের ২টি ফ্ল্যাট বিক্রি করে দিলেন রণবীর-দীপিকা, দাম শুনলে অবাক হবেন

 

View this post on Instagram

 

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)

আরও পড়ুন : কোটি টাকা দিয়ে গাড়ি কিনলেন অনিল কাপুর, গাড়ির দাম ও ফিচার্স শুনলে চমকে যাবেন আপনি

তিথি এখন অভিনয় জগতের সঙ্গে যুক্ত না থাকলেও ক্যামেরার সামনে সমানে কাজ করে চলেছেন কারণ তিনি এখন ব্লগার। নিজস্ব একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি, আর সেখান থেকে বেশ ভালই হচ্ছে তার। আপাতত অভিনয় জগতে ফেরার ইচ্ছে নেই তার। ইউটিউব চ্যানেল এবং ব্লগ নিয়ে এখন ভীষণ ব্যস্ত মা ধারাবাহিকের ঝিলিক।