Unknown Facts About Om Puri Life : দেখতে একেবারেই ভালো ছিলেন না কিন্তু অসাধারণ অভিনয়ের দ্বারা সব সময় বলিউড (Bollywood) -এ রাজত্ব করেছিলেন তিনি। চায়না গেট, আক্রোশ, মালামাল উইকলি, ডার্টি পলিটিক্স, হেরাফেরি সহ বহু সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। ঠিকই ধরেছেন কথা বলছি বলিউডের প্রবীণ প্রাক্তন অভিনেতা ওম পুরি সম্পর্কে। বলিউডের পাশাপাশি হলিউডেরও সমানভাবে অভিনয় করেছিলেন তিনি। কমার্শিয়াল হোক অথবা আর্ট ফিল্ম, ওম পুরি (Om Prakash Puri) মানে একটি নিখাদ সুন্দর অভিনয়।
২০১৭ সালের ৬ জানুয়ারি মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। যে সময়ে রাজেশ খান্না, বিনোদ খান্নার মতো একাধিক সুদর্শন অভিনেতারা রাজত্ব করছেন ঠিক সেই সময় সাধারণ দেখতে এই মানুষটি শুধুমাত্র নিজের অভিনয়ের জোরে জায়গা করে নিয়েছিলেন বলিউডে। তবে অভিনয়ের পাশাপাশি জীবনের একাধিক বিতর্কের কারণে বারবার খবরের শিরোনামে এসেছিলেন ওম প্রকাশ পুরি ওরফে ওম পুরি।
৫৫ বছর বয়সী নারীর সঙ্গে সঙ্গম : ওম পুরির প্রাক্তন স্ত্রী নন্দিতার লেখা বই আনলাইকলি হিরো: দ্যা স্টোরি অফ ওম পুরি বইতে নন্দিতা লিখেছিলেন, অভিনেতার যখন ১৪ বছর বয়স, তখন বাড়ির ৫৫ বছর বয়সী পরিচারিকার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন অভিনেতা। এই প্রসঙ্গে অভিনেতাকে প্রশ্ন করায় তিনি বলেছিলেন, আপনি বিচার করে বলবেন এই ঘটনায় কার দোষ বেশি? নিজেই উত্তর পেয়ে যাবেন।
বিএসএফ জওয়ানকে নিয়ে অশালীন মন্তব্য : ২০১৪ সালে কিছু জঙ্গি বিএসএফ ক্যাম্পে গুলি চালায় এবং সেই গোলাগুলিতে নীতিন যাদব নামে এক সৈন্য প্রাণ হারিয়েছিলেন। এই ঘটনায় যখন সকলে শোকাহত, ঠিক তখনই ওম পুরি একটি মন্তব্য করে বিতর্ক তৈরি করেন। ওম পুরি বলেছিলেন, কেউ জোর করে কাউকে সেনাবাহিনীতে যোগ দিতে বলে না তাই এতে কান্নাকাটি করার কিছু নেই। প্রাণ যদি এতই প্রিয় তাহলে সেনাবাহিনীতে যোগ না দেওয়াই উচিত।
গরুর মাংস খাওয়ার সমর্থক : ২০১৫ সালে ভারতে গরুর মাংস নিষিদ্ধ করা নিয়ে একটি রাজনৈতিক সমস্যা সৃষ্টি হয়েছিল। ভারতে গরুর মাংস নিষিদ্ধ করার পক্ষে-বিপক্ষে ছিলেন বহু মানুষ। সেই সময় ওম পুরি একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, আমরা গরুর মাংস রপ্তানি করে ডলার আয় করছি তাতে যখন কোন সমস্যা নেই তাহলে গরুর মাংস খেলে কি সমস্যা হবে? সারা বিশ্বে বহু মানুষ গরুর মাংস খায় সকালের সঙ্গে তো লড়াই করা সম্ভব নয়। যদি মুসলমানরা গরুর মাংস খেতে চায় তাহলে এতে কোন সমস্যা তৈরি হবার প্রসঙ্গই আসে না।
গার্হস্থ হিংসা : ২০১৩ সালে নন্দিতা পুরি প্রাক্তন স্বামী অর্থাৎ ওম পুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এবং সকলকে জানিয়েছিলেন, ওম পুরি তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বারবার। এই অভিযোগের ভিত্তিতে ওম পুরিকে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩২৪ এবং ৫০৬ এর অধীনে অভিযুক্ত করা হয়েছিল। এই ঘটনার পর ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ওম এবং নন্দিতার ২৬ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে বিবাহ বিচ্ছেদের দ্বারা।
আরও পড়ুন : অভিনয় ছেড়ে ভিক্ষুকের মত কাটাচ্ছেন দিন! কোথায় হারিয়ে গেলেন মমতা কুলকার্নি
নকশালদের সমর্থক : বিভিন্ন দেশের মাঝামাঝি নকশাল আক্রমণ ঘটে আর এই নকশাল যে এক প্রকার জঙ্গি সংগঠন তা আমাদের সকলেরই জানা। ইনোক্সাল নিয়ে যখন ওম পুরিকে সংবাদমাধ্যমে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন, নকশাল কোনো সন্ত্রাস নয়, বরং তারা যোদ্ধা। নকশালরা রাস্তায় বোমা লাগিয়ে দায়িত্বজ্ঞানহীন সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না, তারা নিজের অধিকারের জন্য লড়াই করে। নকশালরা কখনো সাধারণ মানুষ বা দরিদ্রদের অপমান করে না, তাই তারা এক প্রকার যোদ্ধা।
আরও পড়ুন : ঘনিষ্ঠ মুহূর্তে রেখা-অমিতাভকে দেখে কেঁদে ফেলেন জয়া! রেখাকে এইভাবে শায়েস্তা করেন জয়া বচ্চন
আরও পড়ুন : গার্হস্থ হিংসা থেকে মদ্যপ স্বামীর অত্যাচার! আশা ভোঁসলের বিবাহিত জীবন ছিল খুবই কষ্টের
রেখার সঙ্গে পর্দার সামনেই সঙ্গম : অভিনেতার সম্পূর্ণ ক্যারিয়ার জীবনে এটি ছিল সব থেকে বড় বিতর্কিত ঘটনা। ১৯৯৭ সালে বাসু ভট্টাচার্য পরিচালিত আস্থা: দ্যা প্রিজন অফ স্প্রিং, নামের একটি অন্য ধাঁচের সিনেমায় ওম পুরি এবং রেখা অভিনয় করেছিলেন। এই সিনেমায় যৌন দৃশ্যে অভিনয় করতে গিয়ে ওম পুরি বাস্তবে যৌন সঙ্গম করেছিলেন রেখার সঙ্গে। সিনেমাটি ফ্লপ হলেও এই সিনেমার সঙ্গম দৃশ্যের চর্চা আজও বহুল চর্চিত।