দুর্গাপুজোর ফিতে কেটে কত টাকা পায় সেলিব্রেটিরা? কার পারিশ্রমিক সবথেকে বেশি?

Tollywood Durga Puja Inauguration Rate : জগদ্ধাত্রী, দীপা, থেকে কোয়েল! দুর্গাপুজোর উদ্বোধনে কার কত পারিশ্রমিক জানলে চমকে যাবেন

মহালয়ার দিন থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় সমস্ত পুজো প্যান্ডেলের উদ্বোধন হয়ে গেছে। এই বছর শারীরিক কারণে বেশিরভাগ জায়গায় ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবারে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পুজো মণ্ডপে যেতে পারেননি তাই বেশিরভাগ পুজো মণ্ডপে নিয়ে আসা হয়েছে টলিউড (Tollywood) তারকাদের। চলুন জেনে নি পুজো উদ্বোধন করার জন্য টলিউড তারকারা কত টাকা পারিশ্রমিক নেন।

বলিউড তারকাদের আকাশ ছোঁয়া পারিশ্রমিকের কারণে মন্ডপ উদ্বোধনের জন্য তাদের আমন্ত্রণ করা সম্ভব হয় না তাই টলিউডের তারকাদের আমন্ত্রণ জানানো হয়। এবছর বড় পর্দার তারকাদের সাথে সাথে ছোট পর্দার তারকারাও উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন অনেক জায়গায়।

Koel Mallick And Ranjit Mallick

২০২৩ সালের পুজো মণ্ডপের উদ্বোধনের জন্য সবথেকে বেশি পারিশ্রমিক নিচ্ছেন কোয়েল মল্লিক (Koel Mallick)। কোয়েল একটি পূজা উদ্বোধনের জন্য নিচ্ছেন ৫ লক্ষ টাকা। কোয়েলের পরেই রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি (Prosenjit Chatterjee) যিনি নিচ্ছেন ৩ লক্ষ টাকা। সুপারস্টার দেব নেবেন ৩ লক্ষ টাকা।

মিমি (Mimi Chakraborty) নেবেন ২ লক্ষ ৫০ হাজার টাকা, শুভশ্রী (Subhashree Ganguly), অঙ্কুশ (Ankush Hazra) এবং শ্রাবন্তী (Srabanti Chatterjee) ২ লক্ষ টাকা করে দিচ্ছেন কর্মকর্তাদের কাছ থেকে। সায়ন্তিকা এবং যশ দাশগুপ্ত নিচ্ছেন ১ লাখ ৫০ হাজার টাকা। দ্বিতিপ্রিয়া ১ লক্ষ টাকা নেবেন পুজো উদ্বোধন করতে। স্বস্তিকা (Swastika Ghosh) এবং অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) নিচ্ছেন ৫০ হাজার টাকা করে, সৃজলা গুহ ৪০ হাজার টাকা।

Srijla Guha

ইতিমধ্যেই সন্দীপ্তা সেন প্রায় ২৪ টি পূজা উদ্বোধন করেছেন। প্রিয়াঙ্কা সরকার করেছেন ১৫ টি পূজা উদ্বোধন। সোহিনী সরকার ১৫টি, ইশা ১৮টি এবং মধুমিতা এখনো পর্যন্ত ২৫টি পূজা উদ্বোধন করেছেন। পাওলি করেছেন ১২ টি পূজা উদ্বোধন। দিতিপ্রিয়া করেছেন ৩৫টি পূজা উদ্বোধন।

আরও পড়ুন : বেতন বাবার থেকেও বেশি! বড় চাকরি পেল সৌরভ কন্যা, সুখবর দিলেন সৌরভ নিজেই

Ditipriya Roy

আরও পড়ুন : ছোটতেই অনাথ, ভুগেছেন চরম অর্থকষ্টে! পরান বন্দ্যোপাধ্যায়ের জীবন শুনলে চোখে জল আসবে আপনার

অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে যে অভিনেতা অভিনেত্রীরা শাসকদলের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অর্থের পরিমাণ এবং মন্ডপের সংখ্যা নিঃসন্দেহে অনেকটাই বেশি। শাসক দলের নেতা-নেত্রীবৃন্দ যে এলাকা থেকে লড়াই করেছিলেন ভোটে, সেই এলাকার মোটামুটি সমস্ত পূজা উদ্বোধন করার জন্য সেই এলাকার সেলিব্রিটি নেতা-নেত্রীদের ডেকে পাঠান উদ্যোক্তারা।