বাঙালিরা আস্তে আস্তে হচ্ছেন সাহসী। ওয়েব সিরিজ অথবা সিনেমায় অনেক আগেই সাহসী চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অভিনেত্রীরা। এবার পালা ধারাবাহিকের। জি বাংলা (Zee Bangla) হোক অথবা স্টার জলসা (Star Jalsha), প্রায় প্রত্যেক ধারাবাহিকে আমরা এখন দেখতে পাচ্ছি নিত্য নতুন স্বাদ। চিরাচরিত সামাজিক গল্প অথবা শাশুড়ি বৌমার কলহ ছাড়াও এখন আমরা ধারাবাহিকে (Serial) দেখতে পাচ্ছি ভিন্ন স্বাদের গল্প। আজ তেমনই কিছু ধারাবাহিক নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা।
স্টার জলসায় সম্প্রচারিত অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) ধারাবাহীকে আপনি এখন দেখতে পাবেন সূর্যর স্পাম ব্যবহার করে গর্ভবতী হয়েছেন মিশকা। বিজ্ঞানের এমন ব্যবহার এর আগে কোন বাংলা ধারাবাহিককে তেমনভাবে দেখানো হয়নি। হিন্দি সিরিয়াল অথবা সিনেমায় দেখানো হলেও বাংলা ধারাবাহিকে এই সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে এই প্রথম। যে সমস্ত দম্পতি বহুদিন ধরে বাবা-মা হতে পারছেন না তারাই একমাত্র জানেন এই বিষয়টি আসলে কি।
এরপর আসি জি বাংলায় সম্প্রচারিত কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Kotha) সিরিয়ালে। ধারাবাহিকটি প্রথমে যেভাবে দেখানো হয়েছিল তাতে মনে করা হয়েছিল আর পাঁচটা ধারাবাহিকের মত শাশুড়ি মা এবং বৌমার কলহ দেখানো হবে এই ধারাবাহীকে কিন্তু যতদিন যাচ্ছে, তত বোঝা যাচ্ছে ধারাবাহিকের গল্প কিন্তু অন্যদিকে বয়ে চলেছে। কিভাবে দিনের পর দিন স্ত্রীকে সম্পত্তি ভেবে ধর্ষণ করেন এক স্বামী সেটাই তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকে। বৈবাহিক ধর্ষণের কথা এর আগে কোন ধারাবাহিকে তেমন ভাবে তুলে ধরা হয়নি।
এবার বলি, সেই ধারাবাহিকের কথা যে ধারাবাহিক নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়েছিল। তোমাদের রাণী (Tomader Rani) ধারাবাহিকে দুর্জয় এবং রানী যখন একে অপরের কাছাকাছি আসেন বিয়ের আগে, সেই দৃশ্য দেখে অনেকেই আপত্তি তুলেছিলেন কিন্তু বর্তমান প্রজন্মের কথা মাথায় রেখে যদি এই গল্প তৈরি করা হয় তাহলে এমন দৃশ্য ভীষণভাবে যথাযথ।
ধারাবাহিকগুলি নিয়ে যতই চর্চা হোক না কেন, মানতেই হবে বাংলা টিভি চ্যানেলগুলি এখন যে ধারাবাহিকগুলি সম্প্রচারিত করছে সেখানে বর্তমান প্রজন্মকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। মাথায় ঘোমটা দিয়ে বৌমা অথবা স্বামী স্ত্রী একে অপরকে আপনি বলে কথা বলার দিন এখন চলে গেছে। এই মুহূর্তে সমাজে যে সমস্ত সমস্যা অথবা ট্রেন্ড আমাদের চোখের সামনে উঠে আসছে সেটাই এখন দেখানো হচ্ছে বাংলা ধারাবাহিকের মাধ্যমে।
আরও পড়ুন : ২ কোটি টাকার ছবি তুলেছিল ৮৩২ কোটির ব্যবসা! এই বাঙালি অভিনেতার কাছে শাহরুখও বাচ্চা
আরও পড়ুন : মাসে কত টাকা বেতন পান মুকেশ আম্বানি? শুনলে হাঁ হয়ে যাবেন আপনি
এই নিয়ে এক দর্শক মজা করে লিখেছেন, বাংলা সিরিয়ালে কি দেখানো হচ্ছে এই সমস্ত? সূর্যর ব্যক্তিগত জিনিস নাকি চুরি করে নিচ্ছে বন্ধু? শিমুল পরাগের সিরিয়াল মানেই তো ১৮ প্লাস ডায়লগ। অন্যদিকে বিয়ের আগেই সবকিছু করে ফেলছেন তোমাদের রানী ধারাবাহিকের দুর্জয় এবং রানী। মানতেই হবে সময়ের সাথে সাথে অনেকটাই আপডেট হচ্ছে বাংলা ধারাবাহিক। তবুও দর্শকদের মধ্যে একাংশ বাংলা পারিবারিক সিরিয়াল গুলোতে এমন ধরনের কনটেন্ট রাখার বিরোধিতা করছেন। তাই কোথাও কোথাও উঠছে বয়কটের ডাক।