আমরা যেকোনো সিরিয়াল দেখলে সেই গল্পের মধ্যে ঢুকে পড়ি। মনে হয় যেন যুগের পর যুগ চলতে থাকুক সেই ধারাবাহিকটি। তবে সব ধারাবাহিক দর্শকের মনে জায়গা করে নিতে পারেনা। যার ফলে সেইসব ধারাবাহিক টিআরপি র অভাবে খুব কম সময়ের মধ্যে বন্ধ হয়ে যায়। কিন্তু জি বাংলা (Zee Bangla) -র দুই ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) আর ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache koi Moner Katha) খুব কম সময়ে দর্শকের মনে জায়গা করে নেওয়ার পরও বন্ধ করে দেওয়া হচ্ছে। চলুন এই দুটো ধারাবাহিক একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ায় কারণ জেনে নিই।
আমরা জানি, স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) প্রতিপক্ষে রয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’। বেঙ্গল টপার সিরিয়ালের প্রতিপক্ষে থাকা সত্ত্বেও ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকটি দর্শকদের বেশ পছন্দ হয়েছে। পাশাপাশি ৫+ টিআরপিও রয়েছে এই মেগার। তার পরেও নাকি বন্ধ করে দেওয়া হচ্ছে এই মেগা।
অন্যদিকে, কিছুদিন আগেই শুরু হয়েছে মানালি দে অভিনীত কার কাছে কই মনের কথা সিরিয়ালটি। আর শুরু থেকেই এই ধারাবাহিক বেশ চর্চিত দর্শকমহলে। পাশাপাশি ধারাবাহিকে কঠিন বাস্তবকে ফুটিয়ে তোলা নিয়ে দর্শক লেখকের প্রশংসাও করেছেন। তবে বেশ কয়েকবার বিতর্কের মুখেও পড়েছে। যদিও শিমুলের শাশুড়ির চরিত্রটি পজেটিভ হওয়ায় এখন এই ধারাবাহিকটি বেশ পছন্দ করেছেন মানুষ।
কিন্তু তারপরও এই দুই জনপ্রিয় ধারাবাহিক নাকি পুজোর পরেই বন্ধ হয়ে যাবে। তার কারণ নাকি চ্যানেলের সঙ্গে প্রোডাকশন হাউসের বচসা। আর উক্ত দুই ধারাবাহিকই অর্গানিক প্রোডাকশনের। আর এই বচসার কারণ হলো ৬ অক্টোবর শুক্রবার থেকে জি বাংলার পর্দায় শুরু হচ্ছে দাদাগিরি। আর সেটি সম্প্রচারের সময় করা হয়েছে শুক্র আর শনি রাত সাড়ে নটা থেকে। আর সেই সময় সম্প্রচারিত হতো ইচ্ছেপুতুল ধারাবাহিকটি।
কিন্তু দাদাগিরি আসায় ‘ইচ্ছে পুতুল’ সপ্তাহে চারদিন সোম থেকে বৃহস্পতি সম্প্রচারিত হবে বলে ঠিক করেছে চ্যানেল। কিন্তু চ্যানেলের এই বিশেষ সিদ্ধান্তে একেবারেই রাজি নয় প্রোডাকশন। প্রোডাকশনের কথায়, সপ্তাহে মাত্র চারদিন ‘ইচ্ছে পুতুল’ দেখানো হলে ধারাবাহিকের টিআরপি অনেকটাই কমে যাবে। সাথে অনেক লসে যাবে প্রোডাকশন। আর তাই ‘ইচ্ছে পুতুল’ পাঁচদিন সম্প্রচারিত না হলে প্রোডাকশন বন্ধ করে দেবে এই সিরিয়াল।
আরও পড়ুন : ‘জল থই থই ভালবাসা’র তোতা আসলে কে? রইল অপরাজিতার মেয়ের আসল পরিচয়
আরও পড়ুন : নায়িকা থেকে সোজা পার্শ্বচরিত্র! ফুলকির সতীন হয়ে মুখ খুললেন লক্ষ্মী কাকিমার বৌমা
আর এই অর্গানিক প্রোডাকশনের তরফে আরও একটি সিরিয়াল জি বাংলায় চলছে, ‘কার কাছে কই মনের কথা’। চ্যানেলের সঙ্গে বচসার কারণে ‘ইচ্ছে পুতুল’এর পাশাপাশি এই নতুন ধারাবাহিকটিকেও বন্ধ করে দেবে প্রোডাকশন। উক্ত প্রোডাকশন তাদের আর কোনও সিরিয়াল জি বাংলায় সম্প্রচার করবে না, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এটা কতটা সত্যি হতে চলেছে, তা সময়ই বলবে।