বাংলার গুরুত্বপূর্ণ ৫টি রেল স্টেশন ভবিষ্যতে কেমন দেখতে হবে, দেখুন ফটো গ্যালারি

Sealdah Howrah Station AI Images : বিজ্ঞান(Science) এবং প্রযুক্তি প্রতিনিয়ত অগ্রসর হচ্ছে, তাতে হয়তো মানুষের কর্ম ক্ষেত্রে কিছুটা অসুবিধা হচ্ছে, অর্থাৎ মানুষের জায়গা নিয়ে নিচ্ছে প্রযুক্তি, এটা ঠিক কিন্তু মানুষের জীবনযাত্রা হয়ে উঠছে আরও বেশি সুন্দর এবং উন্নত। এমন একটি প্রযুক্তি হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI। এই প্রযুক্তির সাহায্যে আপনি বাড়িতে বসে যে কোন বিষয়ে কয়েক মিনিটের মধ্যে সমস্ত তথ্য পেয়ে যাবেন।

ব্যাপারটা হয়তো অনেকটাই গুগলের মতো কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(Artificial Intelligence)-এর দ্বারা আপনি অনায়াসে সবকিছু জেনে যাবার পাশাপাশি এমন অনেক কিছু দেখতে পাবেন যা ভবিষ্যতে আপনি দেখতে চান। ইতিমধ্যেই এই প্রযুক্তিকে ব্যবহার করে বিভিন্ন সেলিব্রিটিদের মনের মত চরিত্রে সাজানো হয়েছে বা ভবিষ্যতে সেলিব্রিটিদের কেমন দেখতে লাগবে তা দেখানো হয়েছে।

SEALDAH HAWRAH STATION AI IMAGES

শুধু মুখের অবয়ব তৈরি করা নয়, আপনি চাইলে এই প্রযুক্তির সাহায্য নিয়ে যে কোন চিঠি অথবা কনটেন্ট তৈরি করতে পারবেন এক নিমেষে। নতুন যে কোন জিনিস আপনি এক নিমেষে শিখে নিতে পারবেন এই নতুন প্রযুক্তিকে ব্যবহার করে। মানুষের মতো অথবা মানুষের থেকেও দ্রুতগতিতে কাজ করে আপনার কাছে হাজির করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

তবে এবার কোন সেলিব্রিটি নয়, আপনার চেনা পরিচিত কয়েকটি স্টেশনকে একেবারে নতুন রূপে তুলে ধরল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রতিদিন যে স্টেশনগুলিকে আমরা চোখের সামনে দেখতে পাই একেবারে চেনা রূপে, সেই স্টেশনগুলিকে এবার একেবারে অন্য রূপে সকলের সামনে তুলে ধরল প্রযুক্তি।

আরও পড়ুন : ছেলে না হয়ে মেয়ে হলে বলিউড অভিনেতারা দেখতে কেমন হত দেখুন

আরও পড়ুন : বেঁচে থাকলে আজ কেমন দেখাত উত্তম কুমারকে? দেখুন ফটো গ্যালারি

সম্প্রতি ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের বেশ কিছু স্টেশনের চোখ ধাঁধানো ছবি তৈরি করা হয়েছে এই উন্নত প্রযুক্তি ব্যবহার করে। স্টেশনগুলির মধ্যে রয়েছে হাওড়া, শিয়ালদহ, কলকাতা, সাঁতরাগাছি এবং শালিমার স্টেশন। স্টেশনগুলির অত্যাধুনিক রুপ দেখে রীতিমত চোখ কপালে উঠে গেছে নেটিজেনদের। আগামী দিনে সদাব্যস্ত এই স্টেশনগুলি যদি এমন ভাবে সেজে ওঠে তাহলে মন্দ হয় না।