বলিউড (Bollywood) -এ বেশিরভাগ তারকায় তাদের আসল নাম বদলে নতুন নামে অভিনয় জগতে পরিচয় পেয়েছে। তাদের মানুষ সেই নামেই চেনে। কিন্তু সেই তারকাদের মধ্যে এমন অনেকে আছে যারা এক ধর্ম হয়ে অন্য ধর্মের নাম নিয়ে পরিচিতি পেয়েছেন। যেমন বলিউডেই এমন অনেক তারকা আছে যারা মুসলিম হয়েও হিন্দু ধর্মের নাম নিয়ে অভিনয় করে গেছেন। চলুন জেনে নিই এই তালিকায় কে কে আছেন।
মধুবালা (Madhubala) : আসল নাম মমতাজ জাহান দেহলভি। জন্ম পাকিস্থানের এক দরিদ্র পরিবারে। তার বাবার নাম ছিল আতাউল্লা খান। সংসারে অভাবের কারণেই কলকাতা থেকে মুম্বাইয়ে পাড়ি দিয়ে অভিনয় জগতে পা রাখেন এই অভিনেত্রী। কিন্তু সেই সময় ভারত পাকিস্তানে হিন্দু মুসলিম দাঙ্গা চলছিল। আর ভারত যেহুতু হিন্দু সংখ্যাগরিষ্ট দেশ। তাই তিনি মমতাজ নাম পরিবর্তন করে হয়ে যান মধুবালা।
দিলিপ কুমার (Dilip Kumar) : বলিউডের স্বর্ণযুগের এক জনপ্রিয় অভিনেতা দিলীপ কুমার। কিন্তু তার নাম শুনলে কেও বুঝতে পারবেন না তিনি আসলে একজন মুসলিম। তার আসল নাম মুহাম্মদ ইউসুফ খান। তিনি তার জীবনের প্রথম ছবি ‘জোয়ার ভাটা’তে অভিনয় করার পরেই নিজের ইউসুফ নাম বদলে দিলীপ কুমার করে নেন। আর সেই নামেই তিনি পরিচিতি গড়ে তোলেন।
মিনা কুমারী (Meena Kumari) : ‘ট্র্যাজিডি কুইন’ বলা হয় মিনা কুমারীকে। তিনি তখনকার সময়ের বিহার প্রদেশের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল মেহজাবিন বানু। তিনি তার অভিনীত ‘বচ্চন কা খেল’ ছবিতে অভিনয়ের সময় নিজের নাম বদলে মিনা কুমারী করে ফেলেন।
জনি ওয়াকার (Johnny Walker) : বলিউডের অন্যতম কৌতুক অভিনেতা ছিলেন জনি ওয়াকার। তবে তিনিও এক মুসলিম পরিবারের সন্তান ছিলেন। তার নাম ছিল বদরুদ্দিন জামালউদ্দিন কাজী। তার নাম বদলে জনি ওয়াকার রেখেছিলেন পরিচালক ও অভিনেতা গুরু দত্ত। এক হুস্ককি ব্র্যান্ডের নামে এই নাম রেখেছিলেন তিনি।
আরও পড়ুন : বাবা জার্মান, মা বাঙালি, তবুও কেন মুসলিম পদবি ব্যবহার করেন এই অভিনেত্রী?
জয়ন্ত (Jayant) : পাকিস্তানের পেশোয়ারে আফগানি বংশোদ্ভূত এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জয়ন্ত। তিনি অভিনেতা ও পরিচালক আমজাদ খানের বাবা। তার প্রকৃত নাম ছিল জাকারিয়া খান। ‘সংসার লীলা’ ছবির পরিচালক ও প্রযোজক বিজয় ভাট জাকারিয়া খান পরিবর্তন করে রাখেন জয়ন্ত।
নিম্মি (Nimmi) : ভারতের আগ্রায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম হয় নিম্মি। তিনি ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলো। তার প্রকৃত নাম নওয়াব বানু। দর্শকের নজর কাড়ার জন্য ১৯৪৯ সালে ‘বারসাত’ ছবিতে রাজ কাপুর তার নাম পরিবর্তন করে রাখেন নিম্মি।
আরও পড়ুন : মা হিন্দু, বাবা মুসলিম, কোন ধর্ম মেনে চলেন শাহরুখের ছেলেমেয়েরা?
জগদীপ (Jagdeep) : বলিউডের আর এক কৌতুক অভিনেতা হলেন জগদীপ। যিনি ৪০০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তবে তার প্রকৃত নাম সাইদ ইশতিয়াক আহমেদ জাফরি। তার ছেলে জাবেদ জাফরি বর্তমানে অভিনেতা। ‘মুন্না’ ছবিতে কাজ করার সময় নিনের নাম পরিবর্তন করেন জগদীপ।
আরও পড়ুন : হিন্দু নাকি মুসলিম? রাহুল গান্ধী কোন ধর্ম মেনে চলেন?
অজিত (Ajith) : হাইদ্রাবাদে এক রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন অজিত। তার আসল নাম ছিল হামিদ আলী খান। তিনি এই অজিত নাম নিয়ে প্রায় ১০০ টি ছবিতে অভিনয় করেছিলেন। ১৯৫০ সালে মুক্তি পাওয়া ‘বেকসুর’ ছবির পরিচালক কে. অমরনাথ তার নাম পরিবর্তন করে রাখেন অজিত খান।