৫০ পেরিয়েও এভারগ্রীন! যৌবন ধরে রাখতে রোজ এই ছোট্ট কাজ করেন রচনা ব্যানার্জী

Rachana Banerjee Skin Care Brand Rachana`s Care : ৫০ পেরিয়েও ১৮ এর গ্ল্যামার! যৌবন ধরে রাখতে রোজ কী কী করেন রচনা?

Rachana Banerjee Beauty Secrets : “দিদি নাম্বার ওয়ান” (Didi no 1), কথাটি বললেই রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) ছাড়া আর কোন মুখ ভেসে ওঠে না আমাদের চোখের সামনে। পঞ্চাশোর্ধ এই নায়িকা এখনো যে কোনো নায়িকার সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারেন। গত ২ অক্টোবর অভিনেত্রীর ৪৯তম জন্মদিনে প্রতিবছরের মতো কাছের মানুষ এবং বন্ধু-বান্ধবদের নিয়ে জন্মদিনের আনন্দে মেতেছিলেন অভিনেত্রী। কিন্তু জীবনের এতগুলি বছর পেরিয়ে যাওয়ার পরেও কিভাবে নিজের সৌন্দর্য ধরে রেখেছেন রচনা, ফাঁস করলেন তিনি নিজের মুখেই।

বয়স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র, কথাটি বোধহয় একেবারে প্রযোজ্য রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে। অভিনয়ের পাশাপাশি সঞ্চালিকা হিসাবে সারা ভারতবর্ষ জুড়ে খ্যাতি অর্জন করেছেন এই নায়িকা। প্রায় ১০ বছর ধরে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন একটি রিয়ালিটি শো’কে। সমসাময়িক অভিনেত্রীরা যেখানে বয়সের ভারে ঋজু, সেখানে কিভাবে সৌন্দর্যের দিক থেকে ১০ গোল দিয়ে দিচ্ছেন তিনি?

জন্মদিনে নিজের সৌন্দর্যের পেছনে লুকিয়ে থাকার রহস্য ভাগ করে নিলেন সকলের সঙ্গে আমাদের সকলের প্রিয় দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়।জানিয়ে রাখি, “রচনা ক্রিয়েশন” (Rachana`s Creation) -র সাফল্যের পর মাত্র মাস দুয়েক আগে “রচনা কেয়ার” (Rachana`s Care) বলে নতুন প্রোডাক্ট লঞ্চ করেছেন তিনি। নিজের ত্বককে সুন্দর করে ধরে রাখার জন্য ঠিক যা যা প্রয়োজন সবটাই আপনি পেয়ে যাবেন এই ব্র্যান্ডের মধ্যে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ব্র্যান্ড সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, “রচনা কেয়ারের প্রোডাক্টগুলো সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি। যে বা যারা আমার সৌন্দর্যের পেছনে লুকিয়ে থাকা রহস্য সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই এই প্রোডাক্টগুলি একবার হলেও ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি এই প্রোডাক্ট গুলি ত্বকে এনে দেবে লাবণ্য এবং ধরে রাখবে সৌন্দর্য”।

আরও পড়ুন : রচনা ব্যানার্জীর আসল নাম কী, ৯৯% মানুষই সঠিক উত্তর জানেন না

RACHANA`S CARE

আরও পড়ুন : ডিভোর্সী নাকি সেপারেটেড? স্বামীর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথম মুখ খুললেন রচনা ব্যানার্জী

প্রসঙ্গত, সদা হাস্যময়ী রচনা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনে কিন্তু বহু যুদ্ধের সম্মুখীন হয়েছেন। দাম্পত্য জীবনে অসুখী হবার পর এখন বর্তমানে শুধুমাত্র নিজের সন্তানকে নিয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন রচনা। রচনার ব্যস্ততম জীবনের মধ্যে এখন সন্তান আর কাজ ছাড়া আর কোন কিছুর অস্তিত্ব নেই।