বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকার আবির্ভাব ঘটেছে যারা খুব কম সময়ের মধ্যে পেয়েছেন অনেক জনপ্রিয়তা। বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমা (South indian Cinema) দুনিয়াতেও এমন বেশ কিছু অভিনেত্রীর খোঁজ মেলে যারা ক্যামেরার সামনে পা রাখার পরপরই হয়েছিলেন সুপারস্টার। এমনই একজন অভিনেত্রী ছিলেন সিল্ক স্মিতা (Slik Smitha)। যাকে বলা হত সাউথের ‘হিট মেশিন’।
সিল্ক স্মিতা সিনেমার দুনিয়াতে জনপ্রিয়তা পেয়েছিলেন তার গ্ল্যামারের কারণে। তার জীবনে অবলম্বনে বিদ্যা বালানের ‘দ্য ডার্টি পিকচার’ (The Dirty Picture) ছবিটি বানানো হয়েছিল। সেখানে দেখানো হয় কীভাবে খুব নিম্নবিত্ত অবস্থা থেকে রাতারাতি সুপারস্টার বনে যান সিল্ক স্মিতা। তবে খ্যাতির মধ্য গগনে থাকতে থাকতে তিনি মানসিক অবসাদে আত্মহত্যা করেন।
তবে সিল্ক স্মিতা যখন ইন্ডাস্ট্রিতে পা রাখেন তখন প্রথম প্রথম অবশ্য তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছিল। কিন্তু তিনি কখনও হার মানেননি এবং কঠোর পরিশ্রম করে চলেন। তার জীবনের বেশিরভাগ ঘটনা ছবিতে তুলে ধরা হয়েছিল। তবুও এই রহস্যময়ী অভিনেত্রীর জীবনের বেশ কিছু কথা অজানাই থেকে গিয়েছে। যা জানলে চমকে যেতে হয়।
ওই সময় সিল্কের জনপ্রিয়তা ছিল এতটাই তুঙ্গে যে তার এঁটো খাবার পাওয়ার জন্যেও মুখিয়ে থাকতেন ভক্তরা। এমনকি সেগুলো নিলামে উঠতো। যার দাম হাজার হাজার টাকা থেকে ১ লাখ টাকা হত! একবার নাকি সেটে শট দেওয়ার আগে সিল্ক স্মিতা একটি আপেলে কামড় দিয়েছিলেন। কিন্তু তাকে তাড়াহুড়ো করে ডেকে নেওয়া হয়। আপেলটি অর্ধেক খাওয়া অবস্থাতেই ফেলে রেখে যান অভিনেত্রী।
এদিকে সেটে একজন ব্যক্তি ওই ঘটনাটি লক্ষ্য করে। সে দ্রুত ওই আপেলটি নিয়ে পালিয়ে যায়। পরে নাকি ওই ব্যক্তি সিল্ক স্মিতার অর্ধেক খাওয়া ওই আপেল নিলামে বিক্রি করেন। যার দাম তখন ১ লক্ষ টাকা পর্যন্ত উঠেছিল! যদিও কোথাও কোথাও শোনা যায় দামটা বাড়িয়েই বলা হয়েছে। সিল্কের খাওয়া আপেল বিক্রি করে ওই ব্যক্তি নাকি ২৬ হাজার টাকা পেয়েছিলেন!
আরও পড়ুন : পুজোর আগেই ব্রেকআপ! চুপিসারে আলাদা হয়ে গেলেন টলিউডের এই ৫ জুটি
আরও পড়ুন : পরিনীতির বিয়ের বাজেটে তিন পুরুষ বসে খাবে!এক রাতের হোটেল ভাড়া জানলে ঘুরবে মাথা
সিল্কের স্টারডম এতটা চড়া থাকলেও তার ব্যক্তিগত জীবন ছিল খুবই কষ্টের। শোনা যায় তিনি একজন ডাক্তারকে বিয়ে করেছিলেন। ইন্ডাস্ট্রিতে পা রাখার পর অনেক বড় বড় তারকার সঙ্গে জড়িয়েছিল তার নাম। কিন্তু একটা সময় পর তিনি প্রবল অর্থাভাবের মুখে পড়েন। ১৯৯৬ সালে মাত্র ৩৫ বছর বয়সে হোটেলের একটি ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তার দেহ।