শোভন-বৈশাখী যেন এ যুগের লায়লা-মজনু! তাদের প্রেম নিয়ে চর্চার শেষ নেই। ‘বিবাহিত’ শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) -এর সঙ্গে একছাদের তলায় থাকা নিয়ে নানান কটূক্তির মুখে পড়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। কিন্তু সমাজের চোখ রাঙানিকে পাত্তা দেননি দুজনেই। ভালোবেসে পরস্পরের হাত শক্ত করে ধরে রেখেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সম্পর্ক ভালো শোভনের। এমনকি শোভনকে নাকি অভিমানী বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই এমনটাই জানালেন বৈশাখী।
একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ ছিলেন শোভন চট্টোপাধ্যায়। দিদির ‘কানন’ বলেই তাকে চিনতেন বহু মানুষ। তবে এ সম্পর্ক যতটা মধুর ছিল, একসময় তাতে যেন চলে এসেছিল ততটাই তিক্ততা। আবাসন ও দমকলমন্ত্রীর পদ থেকে ২০১৮ সালে পদত্যাগ দিয়ে বেরিয়ে আসেন শোভন। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। শোভন বান্ধবী বৈশাখীকে নিয়ে গিয়েছিলেন বিজেপিতে। সেই সময় তৃণমূলের নামে কটাক্ষবাণও ছোঁড়েন।
কিন্তু, সময় এগিয়েছে, ধীরে ধীরে ভুল বোঝাবুঝির মেঘও কাটতে শুরু করেছে। তারই ফাঁকে দিদির ডাকে তিনি প্রতিবারের মতো কালীঘাটে গিয়ে ভাইফোঁটা নিয়েছেন। দিদিকে শাড়ি দিয়েছেন। দিদির কাছ থেকে উপহার নিয়েছেন। শোভন দূরে সরে গেলেও দিদির মন থেকে দূরে সরেননি। রাজনৈতিকভাবে দূরে গেলেও শোভন মমতার মনে থেকে গিয়েছেন ভাইয়ের জায়গায়। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় আর শোভনের সম্পর্ক নিয়ে মুখ খুললেন বৈশাখী।
এক সাক্ষাৎকারে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘শোভন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই প্যাম্পার্ড। ও যে এত অভিমানী সেটাও তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা মুখ্যমন্ত্রীর সঙ্গে কেউ করবেন না, বা ভাববেন না সেটা শোভন করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অভিমান করবে এমন রাজনৈতিক নেতা কিন্তু খুব কম আছে।’
বৈশাখী এদিন আরও জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী অত কেয়ার করেন না। তিনি যদি মনে করেন যে উনি ঠিক, তাহলে উনি ঠিক। আর শোভনের বক্তব্য সেখানে দাঁড়িয়ে দিদির সঙ্গে অভিমান করব না তো কার সঙ্গে করব? ওর মায়ের প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা থাকতে পারে সেটাই মুখ্যমন্ত্রীর জন্য আছে।’
আরও পড়ুন : স্কুল-শিক্ষিকা হয়ে কাটছে দিন! নীতা আম্বানির বোন হয়েও খুবই সাধারণভাবে থাকেন ইনি
আরও পড়ুন : অভিনয় ছেড়ে ১৪০০ কোটি টাকার মালিক! রামায়ণের ‘লব-কুশ’ এখন কী করেন জানেন?
সব শেষে তিনি মমতা – শোভন এর সম্পর্ক নিয়ে মুখ খোলেন। তিনি জানিয়েছেন, ‘শোভন তৃণমূলে থাক, বিজেপিতে থাক বা কোথাও না থাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ওর যে ভালোবাসা সেটা কিন্তু এতটুকু কমেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু ওর প্রতি যে টান, ভালোবাসা সেটা কমেনি।’