Popular Indian Playback Singer Sunidhi Chauhan Opens Up About Her Broken Marriage : ভারতীয় সংগীতজগতে (Indian Playback Singer) এক অন্যতম নাম সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। বলিউড (Bollywood) – এর পাশাপাশি কন্নড়, তামিল, তেলেগু, মারাঠি, মালায়ালম, ওড়িয়া, বাংলা, অসমীয়া, নেপালি, উর্দু সহ একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি। তবে পেশাগত দিকে একাধিক সাফল্য থাকলেও সুনিধির ব্যক্তিজীবন মোটেই খুব মসৃণ নয়। খুব অল্প বয়সে এক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। চলুন আজকে জেনে নিই কী হয়েছিল সুনিধির জীবনে।
২০০২ সালে মাত্র ১৮ বছরে কোরিওগ্রাফার ববি খান (Bobby Khan) -কে ভালবেসে বিয়ে করেন সুনিধি। বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার আহমেদ খানের ভাই ববি।’পেহলা নাশা’ নামে একটি মিউজিক ভিডিওয় কাজ করতে গিয়ে দু’জনের দেখা। সেই সাক্ষাৎ থেকেই প্রেম। এর পরেই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। সবার অগোচরে চুপিচুপি বিয়ে করে সুনিধি এবং ববি।
যদিও সেসময় মেয়ের পালিয়ে বিয়ে করার বিষয়টিকে একেবারেই সমর্থন করেননি সুনিধির বাবা-মা।কারণ তাদের মনে হয়েছিল বব সুনিধির জন্য যোগ্য পাত্র নন। তাই ববির সাথে বিয়ের পরেই বাবা-মায়ের সাথে দূরত্ব তৈরি হয়েছিল গায়িকার। তবে সংসার সুখের না হওয়ায় এক বছরের মধ্যেই ছাদ আলাদা হয়ে যায় তাদের। এর পরেই ফের সুনিধির মা-বাবার সঙ্গে তার সম্পর্ক জোড়া লাগে।
এর পর ফের প্রেম আসে সুনিধির জীবনে। সঙ্গীত পরিচালক হিতেশ সোনিকের প্রেমে পড়েন তিনি। সুনিধি যখন ‘মেরি আওয়াজ শুনো’ জিতেছিলেন, তখন থেকেই হিতেশের সঙ্গে তার বন্ধুত্ব। দু’বছর সম্পর্কে থাকার পর হিতেশকে বিয়ে করেন সুনিধি। ২০১৮ সালে পুত্রসন্তানের জন্ম দেন সুনিধি। আপাতত স্বামী এবং ছেলে তেঘকে নিয়ে সাজানো সংসার তার।
তবে নিজের এই অল্প বয়সে বিয়ে নিয়ে কোনও আপসোস নেই গায়িকার। এমনকি এই প্রসঙ্গে একবার সংবাদ মাধ্যমে মুখও খুলেছেন তিনি। এই প্রসঙ্গে সুনিধি জানিয়েছেন, ‘‘আমি জীবনে অনেক ভুল করেছি। কিন্তু আমি সেই ভুলগুলির প্রতি কৃতজ্ঞ। এত কম বয়সে আমার উপর এত ঝড় বয়ে গিয়েছে সেই জন্য কিন্তু ভগবানকে আমি প্রতি মুহূর্তে ধন্যবাদ জানাই।’’
আরও পড়ুন : ‘জওয়ান’-এ মেট্রোর সেট কীভাবে তৈরি করা হয়েছে? দেখুন ছবিগ্যালারি
আরও পড়ুন : শুভমন গিলের বোন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী? পরিচয় জেনে অবাক নেটপাড়া
এরপরেই তিনি বলেন, “জীবনে ভুল করেছেন বলেই তিনি বর্তমানে সফল হতে পেরেছেন। আমি যখন জীবনের অন্ধকার অধ্যায় কাটাচ্ছিলাম তখন সে বিষয়ে অবগত ছিলাম। আমি জানতাম যে আমি ভুল জায়গায় রয়েছি। কিন্তু তার পাশাপাশি এ-ও জানতাম যে এমন অবস্থায় বেশি দিন থাকব না আমি। ঠিক বেরিয়ে আসব। সেই ভরসাটা ছিল।’’