Shah Rukh Khan Revealed Why He Never Wants To Go In Kashmir : শাহরুখ খান (Shah Rukh Khan), বলিউড (Bollywood) তথা বিশ্ব সিনেমার ক্ষেত্রে তিনি একজন রোল মডেল। ভারতের গর্ব তিনি। যদিও জন্মসূত্রে তিনি পাকিস্তানি। তার ঠাকুমা ছিলেন কাশ্মীরের বাসিন্দা। কিন্তু শাহরুখ খান কখনও তার জন্মভূমিতে পা রাখেননি। আসলে তিনি জীবনে কখনও কাশ্মীর না যাওয়ার প্রতিজ্ঞা করেছেন। কেন জানেন? সত্যিটা জানিয়েছেন বাদশা নিজেই।
বেশ কয়েক বছর আগে অমিতাভ বচ্চনের ’কৌন বানেগা ক্রোড়পতি’ (Kaun Banega Crorepati) -তে হাজির হয়েছিলেন শাহরুখ খান। সেখানে অমিতাভ তাকে প্রশ্ন করেন তিনি কেন কখনও কাশ্মীর যেতে চান না? শাহরুখ খান সারাবিশ্বে জনপ্রিয়। এমনকি পাকিস্তানেও তার অনেক জনপ্রিয়তা রয়েছে। শাহরুখ নিজে গোটা বিশ্ব ভ্রমণ করেছেন। কিন্তু কাশ্মীর যেতে তার আপত্তি কেন?
এই প্রশ্নের জবাব দিয়েছিলেন শাহরুখ নিজেই। তিনি বলেন তার ঠাকুমা থাকতেন কাশ্মীরে। শাহরুখের বাবা মীর তাজ মোহাম্মদ ছেলেকে জীবনে অন্তত তিনটি জায়গায় ঘুরতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এর মধ্যে একটি হল ইতালি, একটি ইস্তানবুল এবং অপরটি কাশ্মীর। ইতালি এবং ইস্তানবুল ঘোরা হলেও কাশ্মীর কখনও যেতে চান না শাহরুখ।
আসলে শাহরুখের বাবা ছেলেকে বলেছিলেন ইতালি এবং ইস্তানবুল তারা একা একা ঘুরতে পারলেও যদি কাশ্মীর যেতে হয় তাহলে বাবাকে সঙ্গে নিয়ে যেতে হবে। কারণ কাশ্মীর সম্পর্কে বিস্তারিত তথ্য কেবল তিনিই দিতে পারেন তার ছেলেমেয়েকে। কিন্তু বাবার সঙ্গে কাশ্মীর যাওয়া হয়ে ওঠেনি শাহরুখের। তিনি খুব ছোটবেলাতেই তার বাবা এবং মাকে হারিয়েছিলেন।
শাহরুখ খানের বয়স যখন মাত্র ১৫ বছর তখন তার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর শাহরুখ জীবনে অনেক সাফল্য অর্জন করেছেন। বিশ্বের বহু জায়গাতে ঘুরেছেন তিনি। কিন্তু কখনও কাশ্মীর যাননি এবং যেতেও চান না। কারণ তার বাবা বলেছিলেন, “আমাকে ছাড়া কাশ্মীর দেখো না। আমি তোমাকে দেখাবো।”
আরও পড়ুন : টলিউড কাঁপিয়ে এবার সিরিয়ালে পা! অপরাজিতার মেয়ে আসলে কে? রইল পরিচয়
আরও পড়ুন : কেবল জিনিয়াসদেরই নজরে পড়বে, ছবিতে থাকা ‘এলিয়েন’কে খুঁজে বের করুন
শাহরুখ বলেছেন কাশ্মীরে তার অনেক বন্ধু রয়েছেন। তারা তাকে ডাকেন বারবার। কিন্তু শাহরুখ তার বাবাকে ছাড়া কখনও যেতে চাননি। যদিও তার আসন্ন ছবির ‘ডাঙ্কি’র শুটিংয়ের জন্য তাকে এই বছরের এপ্রিল মাসে কাশ্মীর যেতে হয়েছিল। রাজকুমার হিরানি পরিচালিত ছবিটি এই বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাবে।