বলিউডের তারকাদের (Bollywood Star) যেমন বিলাসবহুল জীবনযাপন নিয়ে নানা গল্প শোনা যায়, ঠিক তেমনি বলিউডের তারকাদের সমাজসেবা (social service) বা সমাজকল্যাণের বিভিন্ন গল্পও শোনা যায়। বলিউডের এমন তারকারাদের অভাব নেই যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত। কয়েকজন আবার অনাথ শিশুদের দত্তকও নিয়েছেন। এমন কয়েকজন তারকার নাম দেওয়া হল তালিকায়।
রাভিনা ট্যান্ডন (Ravina Tandan): বলিউডের এক সময়ের জনপ্রিয় তারকা অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। অভিনয়ের পাশাপাশি সমাজসেবার জন্যেও সুখ্যাতি রয়েছে তার। দুটি মেয়েকে দত্তকও নিয়েছিলেন তিনি। যাদের নাম হল পূজা ও ছায়া। পরে তাদের বিয়েও দিয়েছেন।
সানি লিওন (Sunny Leone): বিদেশ থেকে এসে বলিউডে নিজের কেরিয়ার শুরু করে সাফল্য পেয়েছেন অভিনেত্রী সানি লিওন। বর্তমানে তিনি ও তার স্বামী থাকেন মুম্বাইতে। তারাও একটি মেয়েকে দত্তক নিয়েছেন তারা। ভালো বেসে সানি মেয়েটির নাম রয়েছে নিশা কৌর।
মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty): বলিউডের বাঙালি সুপারস্টার মিঠুন চক্রবর্তী। নিজের দুই ছেলে আছে। এছাড়াও এক কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন তিনি। জানা গিয়েছিল, তিনি নাকি একটি অবর্জনার স্তুপ থেকে ঐ কন্যা সন্তানকে পেয়েছিলেন তিনি। তারপর তাকে নিজের মেয়ের মতো করেই বড় করে তুলেছে তাকে। মেয়েটির নাম দিশানী চক্রবর্তী।
প্রীতি জিন্টা (Preity Zinta): বলিউডের পরিচিত নায়িকাদের মধ্যে অন্যতম হলেন প্রীতি জিন্টা। বহু বলিউডের ছবিতে দেখা গিয়েছে তাকে। তবে অনেকেই হয়তো জানে না যে প্রীতি জিন্টা একটি শিশু কন্যাকে দত্তক নিয়েছিলেন। তাকে নিজের সন্তানের মতোই বড় করেছে অভিনেত্রী।
সেলিম খান (Salim Khan): সলমন খানের বাবা হলেন সেলিম খান। সলমন, সোহেল খান, আরবাজ খান ছাড়াও দুই মেয়ে আছে। কিন্তু তার এক মেয়েকে তিনি দত্তক নিয়েছিলেন। এই মেয়ের নাম অর্পিতা খান। পরে আয়ুষ শর্মার সঙ্গে বিয়েও দিয়েছেন অর্পিতার।
সুস্মিতা সেন (Susmita Sen): বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন সুস্মিতা সেন। তিনি সব সময় ফিট থাকতে পছন্দ করেন। কিন্তু তিনিও দুই কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন তিনি। তারা দুজনেই অভিনেত্রীর খুব কাছের। তাদের নাম হল রিনি ও আলিশ।