বলিউড (Bollywood) অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) হলেন বিখ্যাত বলিউড পরিচালক মহেশ ভাটের (Mahesh Bhatt) সন্তান। সেই সঙ্গে তিনি নিজেও বলিউডের একজন প্রখ্যাত অভিনেত্রী। আবার বিখ্যাত কাপুর বংশের বৌমাও তিনি। বলিউডে তার বেশ ভালই প্রতিপত্তি রয়েছে। তবে তার সম্পর্কে রয়েছে কিছু এমন অজানা তথ্য যেগুলো বরাবর চমকে দিয়েছে তার ভক্তদের। রইল আলিয়ার সম্পর্কে তেমনই অজানা ৭ তথ্য (7 Shocking Rumours About Alia Bhatt)।
ব্রিটিশ নাগরিকত্ব ধারণ : ১৫ মার্চ ১৯৯৩ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন আলিয়া। তার কাছে রয়েছে ব্রিটিশ নাগরিকত্ব। অবশ্য তিনি বড় হয়েছেন ভারতে। এখানেই পড়াশোনা করেছেন এবং তার কেরিয়ার গড়ে উঠেছে বলিউডে। আবার বিয়ে করে সংসারীও হয়েছেন। তবে আইনত তিনি ভারতের নাগরিক নন।
আলিয়ার প্রথম অভিনয় : সকলেই মনে করেন করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ হল আলিয়া ভাটের প্রথম ছবি। তবে এটা সত্যি নয়। আলিয়া ভাট তার কেরিয়ার শুরু করেছিলেন শিশু শিল্পী হিসেবে। ১৯৯৯ সালে প্রীতি জিন্টা এবং অক্ষয় কুমারের সঙ্গে ‘সংঘর্ষ’ ছবিতে অভিনয় করেন আলিয়া। তখন তার বয়স ছিল মাত্র ৬ বছর।
আলিয়া ভাটের ডাক নাম : আলিয়া ভাটের মিষ্টি একটা ডাক নাম আছে। তার আসল নামের সঙ্গে মিল রেখে চেনা পরিচিতরা সকলে তাকে ‘আলু’ নামে ডাকেন। আর বাবা মহেশ ভাট তার মেয়েকে ডাকেন ‘আলু কালু’, ‘আলু ভালু’, ‘বাতাটা ভাদা’ ইত্যাদি নামে।
মদ্যপানের অভ্যেস : বলিউড তারকাদের বিরুদ্ধে মদ থেকে মাদক নেওয়ার অভিযোগ রয়েছে। এই তালিকা থেকে বাদ যাননি আলিয়াও। অবশ্য তিনি তার মদ্যপানের অভ্যাসের কথা নিজের মুখে স্বীকার করেন না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার একটি ছবি ভাইরাল হয় যেখানে দেখা যায় পার্টি থেকে বেরিয়ে নিজের পায়ে চলতে পারছিলেন না তিনি। নেশাগ্রস্ত অবস্থায় আলিয়াকে হাঁটা চলার জন্য তার বান্ধবীর সাহায্য নিতে হচ্ছিল।
মহেশ ভাট এবং পূজা ভাটের অবৈধ সন্তান : আলিয়া ভাট মহেশ ভাট এবং সোনি রাজদানের কন্যা। তবে কেউ কেউ বলেন তিনি নাকি পূজা ভাট এবং মহেশ ভাটের অবৈধ সন্তান। এর কারণ বেশ কয়েক বছর আগে একটি ম্যাগাজিনে পূজা এবং মহেশের চুম্বন দৃশ্য বেরিয়েছিল। যেখানে মহেশ বলেছিলেন পূজা তার মেয়ে না হলে তিনি পূজাকেই বিয়ে করতেন।
আলিয়া একজন ভাল কত্থক ড্যান্সার : অভিনয়ের পাশাপাশি আলিয়া নাচটাও বেশ ভাল জানেন। বিশেষ করে তিনি কত্থকের তালিম নিয়েছিলেন। ‘কলঙ্ক’ ছবির জন্য তাকে কত্থক নাচ শিখতে হয়েছিল। এ ছাড়া তিনি বিভিন্ন অস্ত্রের প্রশিক্ষণও নিয়েছেন।