শ্রাবন্তীকে ডিভোর্স দিতে গেলে পথের কাঙাল হতে হবে রোশনকে, খোরপোশের অংক শুনলে বিশ্বাস হবে না

ডিভোর্সের জন্য রোশনের থেকে এত টাকা দাবী করেছেন শ্রাবন্তী, টাকার অংক শুনলে বিশ্বাস হবে না

Srabanti Chatterjee And Roshan Singh`s Divorce Case Update High Court Gives Stay Order On Alimony Case

তৃতীয় স্বামী রোশন সিংয়ের (Roshan Singh) সঙ্গে টলিউড (Tollywood) অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর (Srabanti Chatterjee) বিবাহ বিচ্ছেদের মামলা এখনও চলছে আদালতে। অভিযোগ পাল্টা অভিযোগে মামলা হয়েছে দীর্ঘমেয়াদী। রোশনের সঙ্গে এক বছরের সংসার করতে পারেননি শ্রাবন্তী। একাধিক অভিযোগ তুলে তিনি বেরিয়ে এসেছেন তার সাধের তৃতীয় সংসার ছেড়ে।

২০১৯ সালে মহা ধুমধাম করে শ্রাবন্তী এবং রোশনের বিয়ে হয়েছিল। এক বছরের মাথাতেই আলাদা থাকতে শুরু করেন দুজনে। এরপর শ্রাবন্তী রোশনের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন আদালতে। তিনি দাবি করেন রোশন নাকি তার টাকা তছরূপ করেছেন। অন্যদিকে রোশনও শ্রাবন্তীর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনেছেন।

ROSHAN AND SRABANTI

কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল এই ডিভোর্সের মামলায় খোরপোশের অংকটা। শ্রাবন্তী নাকি আদালতে দাবি করেছেন ডিভোর্সের পর তার তৃতীয় স্বামীকে তাকে মাসে ৭ লক্ষ টাকা করে দিতে হবে ভরণপোষণের জন্য। ক্রিমিনাল প্রসিডিওর কোডের ১২৫ নম্বর ধারা অনুসারে রোশনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন শ্রাবন্তীর আইনজীবী।

তবে এদিন এই মামলার শুনানিতে শ্রাবন্তীর মুখ পুড়লো। কারণ আদালত দুই পক্ষের মতামত শুনে আপাতত এই মামলাতে স্থগিতাদেশ দেয়। পাশাপাশি মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে শ্রাবন্তীর বিরুদ্ধে রোশন ভারতীয় দণ্ডবিধির ৩৪০ ধারায় যে পারজারি মামলা দায়ের করেছিলেন সেই মামলা জারি থাকবে বলে জানানো হয়েছে।

ROSHAN AND SRABANTI

টিভি নাইন বাংলাকে শ্রাবন্তির প্রাক্তন স্বামী এই খবর নিশ্চিত করে জানিয়েছেন। আদালতের এই রায়ে তিনি খানিক স্বস্তি পেয়েছেন। শ্রাবন্তীর তরফ থেকে অবশ্য এই মামলাতে কোনও প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, শ্রাবন্তীর বিরুদ্ধে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগের পাহাড় তুলে ধরেছিলেন রোশন।

ROSHAN AND SRABANTI

শ্রাবন্তী নাকি ঘনিষ্ঠ মহলের কাছে বলে বেড়িয়েছেন রোশন সঙ্গমে অক্ষম। তিনি মোটা। এই নিয়েও নাকি তার সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে অভিনেত্রী অভিযোগ করেছেন তিনি নাকি শ্রাবন্তীর এক কোটি টাকা গায়েব করে দিয়েছেন।