দক্ষিণের একমাত্র ‘লেডি সুপারস্টার’, রইল নয়নতারার সেরা ৭ টি সিনেমার নাম

Nayanthara : প্রথমবার জুটি বেঁধে অভিনয় করলেন বলিউড (Bollywood) কিং শাহরুখ খান (Shah Rukh Khan) ও দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা (Nayanthara)। ‘জওয়ান’ (Jawan) সিনেমায় তাদের রসায়ন ইতোমধ্যে জিতে নিয়েছে দর্শক মন। বলা বাহুল্য কেরিয়ারের প্রথম হিন্দি ছবিতেই বাজিমাত করে ফেলেছেন নয়নতারা। তবে ‘জওয়ান’ নয় এর আগেই একাধিক সফল ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। চলুন জেনে নিই এই তালিকায় কোন কোন সিনেমায় আছেন।

থানি ওরুভান (Thani Oruvan) : এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে।ছবিটি পরিচালনা করেছিলেন মোহন রাজা। এই ছবিতে  মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন জয়ম রবি, অরবিন্দ স্বামী এবং নয়নতারা। ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল ১৫ কোটি টাকা। আর ছবিটি বক্স অফিস থেকে ১০৫ কোটি টাকা উপার্জন করে।

Super

সুপার (Super) : নয়নতারা অভিনীত সুপার ছবিটি মুক্তি পেয়েছিল ২০১০ সালে। ছবিটি পরিচালনা করেছিলেন  উপেন্দ্র। আর কন্নড় ভাষায় এই ‘সুপার’ ছবিটি মুক্তি পায়। নয়নতারা ছাড়াও এই ছবিতে অভিন়য় করেছিলেন সাধু কোকিলা এবং পরিচালক উপেন্দ্র।  আর এই ‘সুপার’ ছবিটি দর্শকের বহুল প্রশংসা পায়।

আরাম (Aramm) : ২০১৭সালের মুক্তি পেয়েছিল নয়ন তারা অভিনীত আরাম ছবিটি। আর এই ছবিতে নয়নতারা একজন জেলা কালেক্টরের ভূমিকায় অভিনয় করেছিলেন। নয়নতারা ছাড়াও এই ছবিতে রামচন্দ্রন দুরাইরাজ এবং সুনু লক্ষ্মী অভিনয় করেছেন। ছবিটির বাজেট ছিলো ৫ কোটি টাকা আর ছবিটি মুক্তি পাওয়ার পর ১৪ কোটি টাকা উপার্জন করে।

Raja Rani

রাজা রানি (Raja Rani) : জওয়ান ছাড়াও এর আগেও অ্যাটলি পরিচালিত ছবিতে অভিনয় করেছিলেন নয়নতারা। সেই ছবির নাম ছিল ‘রাজা রানি’। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। ২৫ কোটি টাকা বাজেটের এই ছবি মুক্তির পর ৮৪ কোটি টাকার ব্যবসা করে। এমনকি এই ছবির বাংলার রিমেকও তৈরি হয়েছিল।

মায়া (Maya) : ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। এটা একটি হরর ছবি ছিল। নয়নতারার সঙ্গে এই ছবিতে অভিনয় করেন আরি অরুজুনান। ১০ কোটি টাকা বাজেটে এই ছবি তৈরি হয়েছিল। আর বক্স অফিস থেকে ৪৫ কোটি টাকা আয় করেছিল এই ছবি।

Manassinakkare

মানসিনাক্করে (Manassinakkare) : নয়নতারা কেরিয়ারে প্রথম ছবি মানসিনাক্করে। ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। এটি একটি মালয়ালম ছবি। নয়নতারার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেন জয়রাম এবং শীলা। ২০ কোটি টাকা বাজেটের এই ছবিটি দারুণ ব্যবসা করে এবং প্রেক্ষাগৃহে টানা ২০০ দিন এই ছবির শো চলে।

আরও পড়ুন : শাহরুখের মুখে টলিউড নায়িকার লেখা ডায়লগ! ‘জওয়ান’-র সংলাপ লিখে প্রশংসা পেলেন বাঙালি অভিনেত্রী

Ghajini

আরও পড়ুন : রঞ্জিত মল্লিকের কাছেই শিখেছেন অ্যাকশন! বাঙালি অভিনেতাকে কপি করে ফেললেন শাহরুখ খান

গজিনী (Ghajini) : বলিউডের আমির খান অভিনীত ২০০৮ সালের মুক্তি পেয়েছিল ‘গজিনী’ ছবিটি। কিন্তু তার তিনবছর আগে তামিল ছবিতে মুক্তি পায় গজিনী। দুই ছবির কাহিনীও একই। তামিল ছবি ‘গজিনী’তে মুখ্যচরিত্রে অভিনয় করেন সুরিয়া এবং আসীন। পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় নয়নতারাকে। ৭ কোটি টাকা বাজেটের ছবি ‘গজিনী’ বক্স অফিস থেকে ৫০ কোটি টাকার ব্যবসা করে।