দেখলেই গা শিউরে ওঠে, দর্শকদের বিচারে সেরা ভিলেন হলেন বলিউডের এই তারকারা

বাণিজ্যিক ছবি হিট হওয়ার জন্য হিরো-হিরোইনদের পাশাপাশি খলনায়কদের (Villain) অনেক বেশি বড় ভূমিকা থাকে। বলিউড (Bollywood) হোক বা কলিউড, প্রায় সব ক্ষেত্রেই দেখা গিয়েছে যে সিনেমার ভিলেন যত বেশি ভয়ংকর, সেই সিনেমা তত বেশি হিট হয়েছে। তবে জানেন কি এমন অনেক বলিউড নায়ক এবং নায়িকা রয়েছেন যাদের ভিলেনের চরিত্রে দেখতে চান দর্শকরা। দেখে নিন দর্শকদের বিচারে বলিউডের সেরা ভিলেনদের তালিকা।

জন আব্রাহাম (John Abraham) : সম্প্রতি মুক্তি পেয়েছে পাঠান ছবিটি। এই ছবিতে শাহরুখ খানের বিপরীতে ভিলেনের ভূমিকায় দেখা গিয়েছে জন আব্রাহামকে। অথচ তিনি যখন বলিউডে পা রাখেন তখন নায়ক হিসেবে তার এন্ট্রি হয়েছিল। এরপর ধীরে ধীরে ধুম, নিউইয়র্ক, রেস ২ ছবিতে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করেন। দর্শকরা বহুদিন ধরেই তাকে খলনায়ক হিসেবে দেখার জন্য অপেক্ষা করছিলেন।

PRIYANKA CHOPRA

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) : বলিউড এবং হলিউডের একজন প্রখ্যাত নায়িকা হলেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি অসংখ্য ছবিতে নায়িকার ভূমিকাতে অভিনয় করেছেন। আবার কিছু কিছু ছবিতে তাকে ভয়ংকর নারী চরিত্রেও দেখা গিয়েছে। ‘অ্যায়তরাজ’ ছবিতে নেতিবাচক চরিত্রে প্রিয়াঙ্কার অভিনয় দর্শকরা পছন্দ করেছিলেন।

হৃত্বিক রোশন (Hrithik Roshan) : বিক্রম বেদা ছবিতে খলনায়কের ভূমিকাতে অভিনয় করেন হৃত্বিক। যদিও এই ছবিটি বক্স অফিসে সফল হয়নি। কিন্তু অভিনেতার ক্যারিয়ারে এটাই প্রথম ছবি যেখানে তিনি ভিলেনের ভূমিকাতে অভিনয় করলেন।

SAIF ALI KHAN

সেইফ আলি খান (Saif Ali Khan) : তানাজি ছবিতে প্রথমবার ভিলেনের ভূমিকাতে অভিনয় করেছিলেন সেইফ। এর আগে ওমকারা ছবিতে ল্যাংড়া ত্যাগী নামের একটি ডাকাতের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে আদিপুরুষ ছবিটি যেখানে তাকে রাবণের ভূমিকায় দেখা যাবে।

SANJAY DUTTA

সঞ্জয় দত্ত (Sanjay Dutt) : সঞ্জয় তার বেশিরভাগ ছবিতে নায়কের ভূমিকাতে অভিনয় করেছেন। আবার কিছু কিছু ছবিতে খলনায়ক কিংবা নেতিবাচক চরিত্রেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। শামসেরা, কেজিএফ ২, অগ্নিপথ ছবিতে খলনায়কের ভূমিকাতে অনেক প্রশংসা পেয়েছেন সঞ্জয় দত্ত।

KAJOL

কাজল (Kajol) : ১৯৯৭ সালের গুপ্ত নামের একটি ছবিতে নেতিবাচক ভূমিকাতে অভিনয় করেন কাজল। সেটাই ছিল তার অভিনীত প্রথম এবং শেষ ছবি যেখানে তিনি খলনায়িকার ভূমিকায় অভিনয় করেন। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ারে সেরা পারফরমেন্সের পুরস্কার পেয়েছিলেন।