প্রযোজকের টাকা বেঁচেছে, বলিউডের এই ৬ ছবির শুটিং হয়েছে সুপারস্টারদের নিজের বাড়িতেই

ছবি বানানোর জন্য উপযোগী প্লট খুঁজে শুটিং সেট বানানো হয় আগে। ছবির একটা দৃশ্য নিখুঁত করে তোলার জন্য দেশ-বিদেশ চষে ফেলেন নির্মাতারা। তবে জানেন কি এমন বেশ কিছু বলিউড (Bollywood) ছবি রয়েছে যার শুটিং হয়েছে তারকাদের নিজের বাড়ির অভ্যন্তরে? শাহরুখ খান (Shah Rukh Khan), সালমান খান (Salman Khan), সঞ্জয় দত্ত (Sanjay Dutt) থেকে শুরু করে করণ জোহর (Karan Johar) -রা নিজেদের বাড়িতেই গড়ে তুলেছিলেন শুটিং স্পট। এক নজরে দেখে নিন এই তালিকায় রয়েছে কোন কোন সিনেমা।

ফ্যান (Fan) : শাহরুখ খানের ‘ফ্যান’ ছবিটির শুটিং হয়েছিল শাহরুখের নিজের বাড়ি মন্নতের বেশ কিছু অংশে। এই ছবিটি অবশ্য বক্স অফিসে সেভাবে সফলতা পায়নি। তবে ভিএফএক্সের কারণে বেশ প্রশংসিত হয়েছিল। ছবির কিছু কিছু দৃশ্যে শাহরুখের বাড়ির অন্দরমহল ফুটে উঠেছে।

Sanju

সঞ্জু (Sanju) : সঞ্জয় দত্তের বায়োপিক ছিল সঞ্জু। এই ছবিতে রণবীর কাপুর অভিনয় করেছিলেন। ছবির শুটিংয়ের জন্য সঞ্জয় দত্তের মুম্বাইয়ের ইম্পেরিয়াল হাইটের সাহায্য নেওয়া হয়েছিল। ছবির বেশকিছু দৃশ্য শুটিং হয়েছিল সেখানে।

আজিব দাস্তা হে ইয়ে (Ajeeb Dastan Hain Yeh) : রণদীপ হুডা এবং রানী মুখার্জী অভিনীত এই ছবিটি পরিচালনা করেছিলেন করণ জোহর। শুটিংয়ের জন্য তিনি নিজের বাড়ি বেছে নিয়েছিলেন। করণের বাড়িতেই ছবির কিছু কিছু অংশ শুটিং হয়েছিল।

Bajrangi Bhaijaan

বজরঙ্গি ভাইজান (Bajrangi Bhaijaan) : শাহরুখের মত সালমান খানও নিজের ছবির শুটিং এর জন্য নিজের বাড়ি ব্যবহার করেছিলেন। এই ছবির বেশিরভাগ অংশের শুটিং হয়েছিল কাশ্মীর এবং পাকিস্তানে‌। সেই সঙ্গে সালমানের পানভেলের ফার্ম হাউসেও কিছু দৃশ্যের শুট হয়।

বীরজারা (Veer-Zaara) : সালমান খান এবং প্রীতি জিন্টার জনপ্রিয় এই ছবিটিও এক বড় তারকার বাড়িতে শুট হয়েছিল। সেইফ আলি খানের পতৌদি প্যালেসে ছবির কিছু কিছু দৃশ্যের শুটিং হয়।

Rang De Basanti

আরও পড়ুন : ৭ দিনেই ৩০০ কোটি পার! ‘গদর ২’ সুপারহিট হওয়ার পেছনে রয়েছে এই পাঁচ কারণ

রং দে বসন্তী (Rang De Basanti) : আমির খান, শরমন জোশি, আর মাধবন, কুনাল কাপুর, সিদ্ধার্থ অভিনীত এই ছবিটিও রয়েছে তালিকাতে। দেশপ্রেমমূলক এই ছবির কিছু কিছু দৃশ্যের শুটিংয়ের জন্য পতৌদি প্যালেস ভাড়া করা হয়েছিল।

আরও পড়ুন : বলিউডের ৮ সম”কা’মী তারকা, চতুর্থ জনের নাম আপনাকে চমকে দেবে