অ্যাকশন ধামাকা থেকে থ্রিলার সাসপেন্স, এই সপ্তাহে ওটিটিতে আসছে এই ৫ সিনেমা

বড় পর্দার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘পাঠান’ (Pathan)। সেই নিয়ে আবার উৎসাহ বেড়েছে দর্শকদের। তবে শুধুমাত্র ‘পাঠান’ নয় এই সপ্তাহেই ওটিটির পর্দায় আসছে আরও চারটি ছবি। এই প্রতিবেদনে দেওয়া হল সেই তালিকা।

পাঠান (Pathan): বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানের জনপ্রিয় এই ছবি মুক্তির পরেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙেছে। সারা পৃথিবী থেকে মোট ১০০০ কোটি টাকা কালেকশন করেছে এই ছবি। আগামী ২২ মার্চ ওটিটিতে মুক্তি পাবে এই ছবি।

WE LOST OUR HUMAN

উই লস্ট আওয়ার হিউম্যান (We Lost Our Human): অ্যানিমেটেড ছবি দেখতে যারা পছন্দ করেন তাদের জন্য সুখবর। এই সপ্তাহে Netflix-এ আসছে ‘উই লস্ট আওয়ার হিউম্যান’। এই ছবির নির্মাতা কার্টিস লেলাশ। ‘পাঠান’-এর মতো এটাও দেখে নিতে পারেন।

মিস হামুরাবি (Ms. Hammurabi): ভারতে কোরিয়ান ড্রামার ভক্ত সংখ্যা কম নেই। তাই যারা কোরিয়ান ছবি ও সিরিজ দেখতে পছন্দ করেন তাদের জন্য সুখবর। ২২ মার্চ MX Player-এ আসছে এই কোরিয়ান ড্রামাটি। যার নাম ‘মিস হামুরাবি’।

HUNTER

হান্টার (Hunter): অ্যাকশন ও থ্রিলারধর্মী ড্রামা যারা দেখতে ভালোবাসে। তাদের জন্য রয়েছে ভালো খবর। ২২ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন মিনি টিভিতে আসছে ‘হান্টার’। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় অভিনেতা সুনীল শেট্টি। বহুদিন পর আবার তাকে অ্যাকশন হিরো হিসেবে দেখা গিয়েছে এই ছবিতে।

Vinaro Bhagyamu Vishnu Katha

ভিনারো ভাগ্যমু বিষ্ণু কথা (Vinaro Bhagyamu Vishnu Katha): যারা রোমান্টিক ছবি দেখতে চায় তাদের জন্যেও রয়েছে ভালো খবর। ২২ মার্চ AHA ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ভিনারো ভাগ্যমু বিষ্ণু কথা’। কিশোর আব্বুরু দ্বারা পরিচালিত এটি একটি তেলেগু ছবি।