তলানিতে টিআরপি, এই মাসেই বন্ধের মুখে একগুচ্ছ ধারাবাহিক, রইল তালিকা

টিআরপিই (TRP) এখন বাংলা সিরিয়ালগুলোর (Bengali Mega Serial) ভবিষ্যৎ নির্ধারক। টিআরপি টানতে না পারলে গল্প শেষ হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে একের পর এক সিরিয়াল। এই তালিকায় দর্শকদের অতি পছন্দের কিছু সিরিয়াল ছিল। এবার আরও চারটি সিরিয়াল বন্ধ হতে চলেছে। আজকের এই প্রতিবেদনে রইল তার তালিকা।

জি বাংলা এবং স্টার জলসায় গত কয়েক মাসে একাধিক নতুন সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছে। বেশ কিছু সিরিয়াল তো আবার তিন মাসের মাথাতেও শেষ হয়েছে। বাংলা টেলিভিশনের অন্যান্য চ্যানেল গুলোর মধ্যে কালার্স বাংলা, সান বাংলা, আকাশ ৮ (Akash 8) অবস্থা ঠিক একই। টিআরপি কম মানে সেই ধারাবাহিকের উপর নেমে আসছে চ্যানেলের খাঁড়া।

GANTCHCHORA

আগে একটা সময় ছিল যখন টিআরপি নিয়ে সেরকম মাথাব্যথা ছিল না। দর্শকদের পছন্দে একের পর এক সিরিয়াল বছরের পর বছর ধরে চলেছে। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। বিশেষত করোনা পরবর্তী সময় থেকে চ্যানেলগুলো শুধুই টিআরপি নির্ভর হয়ে উঠেছে।

টিআরপি কম ছিল বলে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে মাধবীলতা, বৌমা এক ঘর, পিলু, আলতা ফড়িং, সাহেবের চিঠির মত সিরিয়ালগুলো। বর্তমানে স্টার জলসা এবং জি বাংলার বেশ কিছু সিরিয়ালের টিআরপি কম। কাজেই পছন্দের এই সিরিয়ালগুলোকে নিয়েও চিন্তায় রয়েছেন ভক্তরা।

MADHABILATA

গুড্ডি, গাঁটছড়া থেকে মিঠাই, আবার নতুন সিরিয়ালের মধ্যে মন দিতে চাই, তোমার খোলা হাওয়া, ইচ্ছে পুতুলের টিআরপি অনেক কম। এবার দর্শকদের পছন্দের সিরিয়ালের তালিকা থেকে চারটি সিরিয়াল ফের বাদ পড়তে চলেছে। এই চারটি সিরিয়ালের নাম হল মেয়েদের ব্রতকথা, সাবিত্রী মায়ের গল্প, সাহিত্যের সেরা সময়, শ্বেত পাথরের থালা, তোমায় হৃদ মাঝারে রাখবো ও শ্রেয়শ্রী।

MITHAI

এই সিরিয়ালগুলোর সম্প্রচার হয় আকাশ আট চ্যানেলে। সন্ধে সাড়ে ছটা, সাড়ে আটটা, আটটা এবং রাত সাড়ে নটার সময় সম্প্রচারিত হয় এই সিরিয়ালগুলো। এক বছরের গণ্ডি পেরোনোর আগেই শেষ হয়ে যাচ্ছে এই সিরিয়ালগুলো। কাজেই বেশ মন খারাপ দর্শকদের।