OTTতে সিনেমার ভিড়! সামনের মাসেই মুক্তি পাবে এই ৫ নতুন ‌বাংলা সিনেমা

একগুচ্ছ নতুন সিনেমা নিয়ে আসছে OTT, দেখুন তালিকা

5 Upcoming Bengali Movies In OTT : বাঙালি সিনেপ্রেমীদের জন্য সুখবর। বড় পর্দার পর এবার জাতীয় OTT প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে উইন্ডোজ প্রযোজনা সংস্থার তিনটি ছবি। ফাটাফাটি (Fatafati), লক্ষ্মী ছেলে (Lokkhi Chele) ও ‘হামি ২’ (Haami 2)। এই তিনটি ছবিই বক্সঅফিসে ভালো ব্যবসা করেছিল। আর এবার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই ৩ ছবি। ফাটাফাটি এই বছরে শুরু হলেও, বাকি দুটো ছবি জাতীয় প্ল্যাটফর্মে দেখা যাবে পরের বছরে।

১. ফাটাফাটি (Fatafati) : অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় শিবপ্রসাদ এবং নন্দিতা জুটির প্রযোজনায় ১২ মে মুক্তি পেয়েছিল আবির চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী অভিনীত সিনেমা ‘ফাটাফাটি’। এই ছবিটির গল্প রীতিমতো দর্শকদের মন কেড়ে নিয়েছিল। এখন আবার ছবিটি আগস্ট থেকে দেখা যাবে OTT প্লাটফ্রমে।

Lokkhi Chele

২. লক্ষ্মী ছেলে (Lokkhi Chele) : একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত, কৌশিক গাঙ্গুলি পরিচালিত লক্ষ্মী ছেলে ছবিটি। চার হাত বিশিষ্ট একটি নবজাতক শিশুকে ঘিরে তৈরি হয়েছে। উজান গাঙ্গুলী, অদিতি মারিক, ঋত্বিকা পাল এবং পুরব সীল আচার্যের দুর্দান্ত পারফরম্যান্সে এই ছবিটিও দর্শকদের মধ্যে খুবই জনপ্রিয়। এই ছবির গল্পটি মূলত কুসংস্কার এবং বিজ্ঞানের লড়াইয়ের তুলে ধরা হয়েছে।

৩. হামি ২ (Haami 2) : নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জির রচনা ও পরিচালনায় এবার আসছে হামি ২। প্রথম ছবি হামির অসাধারণ সাফল্যের পর, নির্মাতারা হামি দ্বিতীয় ভাগ নিয়ে এসেছেন। এই ছবিতে অভিনয় করেছেন গার্গী রায় চৌধুরী, ঋতোদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা, অরিত্রিকা চৌধুরী, অঞ্জন দত্ত, প্রসেনজিত্‍ চ্যাটার্জি এবং শিবপ্রসাদ মুখার্জি প্রমুখ।

HAAMI 2

৪. রক্তবীজ (Raktabeej) : এদিকে পুজোয় মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ ও নন্দিতা পরিচালিত ও প্রযোজিত ছবি ‘রক্তবীজ’। খাগড়াগড় বিস্ফোরণ নিয়ে তৈরি এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Vicktor Banerjee)।

Dabaru

আরো পড়ুন : কোথায় হারিয়ে গেলেন ‘সাথী’র ‘সোনালী’? দেখুন জিতের নায়িকাকে এখন কেমন দেখতে হয়েছে

৫. দাবাড়ু (Dabaru) : এই প্রযোজনা সংস্থার নতুন ছবি ‘দাবাড়ু’-র শ্যুটিং শুরু হয়েছে গতকালই। পথিকৃৎ বসু (Pathikrit Basu) পরিচালিত এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty), দীপঙ্কর দে (Dipankar Dey), বিশ্বনাথ বসু (Biswanath Basu), কৌশিক সেন (Kaushik Sen), শঙ্কর চক্রবর্তী (Sankar Chakraborty), সংঘশ্রী সিংহ মিত্র (Sanghasree Sinha Mitra)- ও অন্যান্যরা।

আরো পড়ুন : অবিকল রঞ্জিত মল্লিকের জেরক্স কপি, কোয়েল মল্লিকের ছেলেকে এখন কেমন দেখতে হয়েছে দেখুন