Pathaan Vs Jawan : সদ্যই মুক্তি পেয়েছে বলিউড (Bollywood) অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan), নয়নতারা (Nayanthara) অভিনীত জওয়ান (Jawan)। ইতিমধ্যেই বক্স অফিসে ব্যাপক সাড়া পাচ্ছে এই ছবি। প্রথম দিনেই পাঠান (Pathaan) -র রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। প্রায় প্রত্যেকটি বক্স অফিস হাউসফুল। কিন্তু এখন যদি জিজ্ঞেস করা হয় এই ছবির কেন দেখবেন? চলুন জেনে নিই পাঠানের থেকে কোন কোন বিষয়ে এগিয়ে গেলো জওয়ান।
১) কাহিনি : এমন টানটান স্ক্রিপ্ট বহুদিন পর এই ছবিতে দেখা গেলো। পৌনে তিন ঘণ্টার ছবি এক কেন আধ মিনিটও এতটুকু বোর হইনি বা পর্দা থেকে চোখ সরেনি। বরং কোথাও কোথাও কিছু টুইস্ট দেখে চমকে উঠতে হয়েছে। পাঠান তৈরি হয়েছিল একটি গল্পের উপর ভিত্তি করে। কিন্তু জওয়ান তৈরি হয়েছে গল্পের একাধিক স্তর নিয়ে। পরতে পরতে রহস্যের ভর্তি ছিলো। যার জন্য এই ছবির গল্প মানুষের এত পছন্দ হয়েছে।
২) শাহরুখ খান : বলিউডের বাদশা বলা হয় শাহরুখ খানকে। যার নাম শুনেই বক্স অফিস অর্ধেক ভর্তি হয়ে যায়। আর জাওয়ানে শাহরুখ খানের লুক নিয়ে তো কোন কথাই হবে না। এই ছবিতে নানা অবতারের দর্শকদের সামনে ধরা দিয়েছেন তিনি। তবে জওয়ান ছবির মেকআপ আলাদা করে প্রশংসার দাবি রাখে। এক ছবিতে শাহরুখের যত রূপ দেখানো হয়েছে সেটা অবশ্যই প্রশংসনীয়।
৩) সহ-শিল্পীদের অভিনয় : একটি সিনেমার গল্পতে নায়ক-নায়িকার পাশাপাশি তাদের পার্শ্বচরিত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেখানে পাঠানের পার্শ্ব চরিত্রদের অভিনয় নিয়ে বিতর্ক শুরু হয়েছিল।কিন্তু জওয়ানের ক্ষেত্রে সেটা হয়নি। এই ছবিতে একাধিক নামী অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন।খলনায়কলনায়ক হিসাবে বিজয় সেতুপতি বা পুলিশের চরিত্রে নয়নতারা অভিনয় মন্দ নন। আবার এই ছবির শেষে সঞ্জয় দত্তকেও দেখা গেছে।
৪) দেশীয় ছবি : ‘পাঠান’ ছবিতে হলিউডের ছাপ স্পষ্ট ছিলো। কিন্তু এই ছবিতে দক্ষিণী পরিচালক অ্যাটলি খুব সহজেই দেশীয় ভাবে ছবিটিকে আকর্ষণীয় করে তুলেছে। তার সঙ্গে রয়েছে অনিরুদ্ধ রবিচন্দ্রের জমকালো আবহসঙ্গীত। যার জন্য সিনেমা হলের পরিবেশটাই অন্যরকম হয়ে উঠেছিল।
আরও পড়ুন : লিপ নিল গল্প, ছোট্ট কমলা-মানিককে সরিয়ে সিরিয়ালে আসছে জনপ্রিয় এই তারকা জুটি
আরও পড়ুন : কোটি কোটি রোজগার করেও খেতে পান না কিছুই, শাহরুখ রোজ কী কী খান জানলে চমকে যাবেন
৫) সামাজিক বার্তা : লোকসভা ভোটের আগে এভাবে সরকার এবং সমাজের কালো দিক তুলে আনা সত্যি বাহবা যোগ্য। চিকিৎসা ব্যবস্থার দুরবস্থা, কৃষক আত্মহত্যা সহ একাধিক জ্বলন্ত সমস্যাকে তুলে ধরা হয়েছে জওয়ান ছবিতে। গল্পের মোড়কে দুর্দান্ত একটি মেসেজ দেওয়া হয়েছে এখানে। যা সাধারণ মানুষের খুব মনে ধরেছে। কারণ এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দেশের হাজার হাজার মানুষ যান।