রশ্মিকা-তৃপ্তি অতীত! দেখুন ভারতের নতুন ন্যাশনাল ক্রাশের ছবি গ্যালারি

ন্যাশনাল ক্রাশ বললেই মনে পড়ে রশ্মিকা মান্দানা থেকে তৃপ্তি ডিমরিদের মত অভিনেত্রীদের নাম। এবার সেই তালিকায় নতুন সংযোজন হল আরও একটি নাম। বর্তমানে আরও এক দক্ষিণী অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছে গোটা দেশ। ২০২৪ সালের মুক্তিপ্রাপ্ত ‌একটি ছবি কার্যত ভাগ্য ঘুরিয়ে দিল অনুপমা পরমেশ্বরণের।

অনুপমা পরমেশ্বরণ, ইনি হলেন মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অভিনেত্রী। মাত্র ১৫ বছর বয়সে তিনি অভিনয় দুনিয়াতে পা রাখেন। ছবির নাম ছিল ‘প্রেমাম’। এই ছবিতে সাই পল্লবী ছিলেন নায়িকা। তবে অনুপমাও নজর কেড়েছিলেন তার অভিনয়ে। এবার সরাসরি অনুপমা ছিনিয়ে নিলেন লাইমলাইট।

Anupama Parameswaran

২০২৪ সালে মুক্তি পেয়েছে ‘টিল্লু স্কোয়ার’ নামে একটি ছবি। এই ছবিতে সিধুর জোন্নালগড্ডা অনুপমার বিপরীতে অভিনয় করেছেন। নায়ক এবং নায়িকার অন্তরঙ্গ দৃশ্য দর্শকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। এরপরই ন্যাশনাল ক্রাশ হিসেবে অনুপমাকে নিয়ে চর্চা শুরু হয়। এবার কি তবে রশ্মিকার খেতাব ছিনিয়ে নেবেন তিনি?

২০২১ সালে ন্যাশনাল ক্রাশ হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন রশ্মিকা। পুষ্পা ছবির ‘স্বামী স্বামী’ নাচের জন্য তার জনপ্রিয়তা বেড়ে যায়। অবশ্য শুধু রশ্মিকা নন। আরও একাধিক নায়িকা এই খেতাব পেয়েছেন। ২০২৩ সালে ‘কাভালা’ গানের জন্য তামান্না ভাটিয়া সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছিলেন। তাকেও ওই বছরের ন্যাশনাল ক্রাশ বলা হচ্ছিল। তবে ২০২৪ সালে সব বড় বড় নায়িকাদের পিছনে ফেলে দিলেন অনুপমা।

অনুপমা তেলেগু, মালায়ালাম এবং তামিল সিনেমাতে কাজ করেছেন। ‘প্রেমাম’ ছবির পর তিনি ‘এ আ’, ‘কোডি’, ‘শতামনম ভবতি’, ‘কার্তিকেয়া’, ‘রাউডি বয়েজ’ ইত্যাদি সিনেমাতে অভিনয় করেছেন। সেরা অভিনেত্রী হিসেবে একাধিক পুরস্কারও পেয়েছেন অনুপমা।