ভারত ও পাকিস্তান দুটি দেশ জন্মের পর থেকেই একে অপরের শত্রু হয়ে উঠেছে। কিন্তু ভারতীয় সিনেমা বরাবরই খুব জনপ্রিয় পাকিস্তানে। শাহরুখ খান, অমিতাভ বচ্চন, লতা মঙ্গেশকরের অসংখ্য ভক্ত ছড়িয়ে রয়েছে পাকিস্তানেও। সেভাবেই পাকিস্তানি ধারাবাহিকগুলিও খুব জনপ্রিয় ভারতে। অনেক ক্ষেত্রে ভারতীয় ধারাবাহিকগুলির চেয়েও পাকিস্তানি ধারাবাহিকের গল্প অনেক এগিয়ে। তাই বর্তমান সময় ভারতে সবচেয়ে জনপ্রিয় ৫ পাকিস্তানি ধারাবাহিকের তালিকা দেওয়া হল এই প্রতিবেদনে।
তেরে বিন (Tere Bin): একটি প্রেমের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই পাকিস্তানি ধারাবাহিকটি। ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ইউমনা জাইদি, ওয়াহাজ আলী। তবে এই ধারাবাহিকে দুটি মানুষের প্রেমেকাহিনী দেখানো হয়েছে। এই ধারাবাহিকের পরিচালনা করেছেন সিরাজ-উল-হক। ২০২২ সালের ২৮ ডিসেম্বর এই ধারাবাহিকের প্রথম এপিসোড দেখানো হয়েছিল পাকিস্তানি টিভি চ্যানেল জিও টিভিতে। এখন ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে এই ধারাবাহিক।
মুঝে পেয়ার হুয়া থা (Mujhe Pyaar Hua Tha): প্রেম, ভালোবাসার পাশাপাশি সংসারের নানা সমস্যার কথা বলছে এই ধারাবাহিকের গল্প। এই ধারাবাহিকে সাদ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ওয়াহাজ আলী এবং মাহির চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী হানিয়া আমির। এখনও পর্যন্ত এই ধারাবাহিকের মোট ১৭টি এপিসোড সম্প্রচার করা হয়েছে। প্রতিটি এপিসোড বিনামূল্যে দেখা যাবে ইউটিউবে।
পারিজাদ (Parizaad): ২০২১ সালে এই ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয়েছিল পাকিস্তানে। ভারত ও পাকিস্তান দুই দেশের দর্শকদের এই ধারাবাহিকটি খুব পছন্দ হয়েছে। সেই কারণে আইএমডিবিতে ১০ এর মধ্যে ৯.২ রেটিং পেয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকে অভিনয়ের জন্য অভিনেতা আহমেদ আলী আকবর সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে। এখন ইউটিউবের দৌলতে বিনামূল্যে দেখা যাবে এই ধারাবাহিক।
মেরে হামসফর (Mere Humsafar): ২০২২ সালে সম্প্রচারিত এই ধারাবাহিকটি মূলত একটি অনাথ মেয়ের জীবনের গল্প। এই ধারাবাহিকে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন ফারহান সইদ এবং হানিয়া আমির। বর্তমান সময় ধারাবাহিকটি IMDb-তে ১০ এর মধ্যে ৮.৬ রেটিং পেয়েছে। ধারাবাহিকের গল্প ছাড়াও গানগুলিও খুব জনপ্রিয় হয়ে উঠেছে ভারতে। এখন ইউটিউবে বিনামূল্যেই দেখা যাবে এই ধারাবাহিকটি।
কুছ আনকাহি (Kuch Ankahi): পাকিস্তানের জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হল ‘কুছ আনকাহি’। এই ধারাবাহিকের পরিচালনা করেছিলেন নাদিব বেগ। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী সজল আলি ও অভিনেতা বিলাল আব্বাস খান। সজল আলি বলিউডেও একটি ছবিতে অভিনয় করেছিলেন। ২০২৩ সালের ৭ জানুয়ারি এই ধারাবাহিকের প্রথম এপিসোড দেখানো হয়েছিল। এই ধারাবাহিকটি এখন ইউটিউবে বিনামূল্যেই দেখা যাবে।