জন্মসূত্রে পাকিস্তানি, ভারতে এসে বলিউডে সুপারস্টার হয়েছেন এই ৫ তারকা

ভারত-পাকিস্তান বিভাজনে বহু মানুষকে তাদের আদি বাসস্থান পরিত্যাগ করতে হয়েছিল। নতুনভাবে নতুন করে জীবন শুরু করতে হয়েছিল তারকাদেরও। ভারতের গৌরবময় স্বাধীনতার সঙ্গেই জড়িত সেই ভয়াবহ যন্ত্রণার স্মৃতি যা আজও তাড়িয়ে নিয়ে বেড়ায় সেই তারকাদের। এক নজরে দেখে নিন জন্মসূত্রে পাকিস্তানি (Bollywood Superstars Came From Pakistan) হয়েও ভারতের মাটিতে সুপারস্টার হয়েছেন কোন কোন তারকা।

সুনীল দত্ত (Suneel Dutt) : ভারতীয় সিনেমার অগ্রগতিতে তার অবদান কিছু কম নয়। আজ এত দশক পরেও সিনেমাপ্রেমী মানুষের মনে গভীর ছাপ রয়েছে তার। অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন দাপুটে রাজনীতিবিদ। তার জন্ম হয়েছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝিলামে।

গুলজার (Guljar) : বলিউড সিনেমাতে সুর ঢেলেছিলেন গুলজার সাহেব। তার রচিত গানের সুর আজও মোহিত করে শ্রোতাদের। এই প্রজন্মের কাছেও তিনি বেশ সুপরিচিত। তিনি তার গান এবং কবিতা দিয়ে জনপ্রিয়তা ধরে রেখেছেন আজও। গুলজার সাহেব পাকিস্তানের দিনায় জন্মগ্রহণ করেছিলেন।

দিলীপ কুমার (Dilip Kumar) : বলিউডে একেবারে শুরুর দিনে হ্যান্ডসাম সুপারস্টার ছিলেন দিলীপ কুমার। তার হাত ধরে ভারতীয় সিনেমা পেয়েছে নতুন দিগন্ত। তাকে বলা হয় ‘ট্রাজেডি কিং’। তার আসল নাম মোহম্মদ ইউসুফ খান। তার জন্ম হয়েছিল পাকিস্তানের পেশোয়ারে।

মিলখা সিং (Milkha Singh) : ক্রীড়া জগতের বেশ পরিচিতি পেয়েছেন মিলখা সিং। তাকে বলা হয় ‘ফ্লাইং শিখ’। এশিয়ান গেমসে ৪ বারের স্বর্ণপদক বিজয়ী এবং কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী মিলখা সিং জন্মসূত্রে হলেন পাকিস্তানি। তার জন্ম হয়েছিল পাকিস্তানের গোবিন্দপুরাতে।

রাজ কাপুর (Raj Kapoor) : রাজ কাপুরকে ছাড়া বলিউড যেন কল্পনাও করা যায় না। তার হাত ধরে বলিউডে সুবর্ণ যুগ এসেছিল। অভিনয়ের পাশাপাশি সিনেমার পরিচালনাতেও তিনি নিজেকে প্রমাণ করেছেন। জানেন কি তিনিও জন্মসূত্রে ছিলেন পাকিস্তানি? তার জন্ম হয়েছিল পাকিস্তানের পেশোয়ারে।