Nusrat Jahan`s Controversies : টলিউড (Tollywood) -র অন্যতম অভিনেত্রী হলে নুসরাত জাহান (Nusrat Jahan)। বর্তমানে তার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। যদিও তিনি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তবে এই প্রথম নয় এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী।নুসরত জাহান। বলতে গেলে নুসরত আর বিতর্ক সমার্থক শব্দ। আজকে জেনে নেব কোন কোন বিষয়ে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী।
১. কাদের খানের সঙ্গে সম্পর্ক (Kader Khan And Nusrat Jahan) : নুসরত প্রথম বিতর্কতে জড়িয়েছিলেন ২০১২ সালে। তখন তিনি কাদের খানের প্রেমিকা ছিলেন। যিনি পার্কস্ট্রিট ধর্ষণকান্ডের মূল অভিযুক্ত ছিলেন। আর তাকেই নাকি লুকিয়ে থাকতে সাহায্য করেছিলেন অভিনেত্রী। যদিও এই সমস্ত অভিযোগ একেবারেই অস্বীকার করেন নুসরত। এমনকি কাদের খানের সঙ্গে তিনি নিজের সম্পর্ক অস্বীকারও করেছিলেন।
২. নিখিল জৈনকে বিয়ে (Nusrat Jahan Marriage With Nikhil Jain) : অভিনয় জগতে থাকাকালীন বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে জড়ান নুসরাত। এরপর তার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী। আর তাদের বিয়ের অনুষ্ঠান কোনো রাজকীয় অনুষ্ঠানের থেকে কম ছিল না। এমনকি নুসরত মুসলিম হয়ে কোনরকম ধর্ম পরিবর্তন না করে হিন্দু বধূ সাজে বেশ কয়েকবার শাখা-পলা সিঁদুর পরতে দেখা যায় তাকে। যা নিয়ে বিতর্ক হয়।
৩. নিখিল জৈনর সঙ্গে বিচ্ছেদ (Nusrat Jahan Divorced With Nikhil Jain) : ২০১৯ সালে বিয়ে হয় নুসরত আর নিখিলের। এরপর ২০২১ সালে নুসরত জানান, নিখিলের সঙ্গে কোনওদিন বিয়ে হয়নি তার। বরং শুধু লিভ ইন সম্পর্কে ছিলেন। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় বিয়ে হয়নি। তাই তা বৈধ নয়। পরে কলকাতা হাইকোর্টের তরফেও স্পষ্ট জানানো হয়, নিখিল ও নুসরতের আইনি বিয়ে হয়নি। কিন্তু নিখিলের সঙ্গে বিয়ে হয়নি তার এই মন্তব্যে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী।
৪. যশের সঙ্গে সম্পর্ক (Nusrat Jahan`s Affair With Yash Dasgupta) : এদিকে নিখিল এর সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীনই অভিনেতা যশের সঙ্গে অবৈধ সম্পর্কের জড়িয়ে পড়েন নুসরাত। এমনকি ২০২০ সালের শেষের দিকে নুসরত ও যশ দাশগুপ্ত নাকি বেড়াতে গিয়েছিলেন রাজস্থানে। তাদের কয়েকটি একসঙ্গে ছবিও তখন প্রকাশ্যে এসেছিলো।
আরো পড়ুন : কী কী সুবিধা নিয়েছিলেন ডিরেক্টর হিসেবে? ফাঁস হল প্রতারণা মামলায় নুসরাতের বড় কীর্তি
৫. নুসরাত অন্তঃসত্ত্বা (Nusrat Jahan`s Pregnency) : এদিকে বিধানসভা ভোট এল, নুসরতও ব্যস্ত হয়ে পড়লেন প্রচারে। এর পর কোভিডের দ্বিতীয় ঢেউ…দেখতে দেখতে জুন মাস। সংবাদপত্রের শিরোনাম দখল করল অপ্রত্যাশিত এক খবর। নুসরত অন্তঃসত্ত্বা। আর সেই সন্তানের বাবা কে তা নিয়ে শুরু হয়েছিল জোরদার বিতর্ক। অবশেষে নুসরাত তার ছেলের অভিভাবক হিসেবে যশের নাম ঘোষণা করেন।
আরো পড়ুন : নিজের কথাতেই ফেঁসে গেলেন! বিনা জবাবে পালিয়ে গেলেন নুসরত জাহান