Dream Girl 2 : গদর ২ ছবির পাশাপাশি বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করছে আয়ুষ্মান খুরানার ‘ড্রিম গার্ল ২’ (Dream Girl 2)। প্রথম পর্বের মত ছবির দ্বিতীয় সিরিজেও নারী সেজে কার্যত বক্স অফিস কাঁপাচ্ছেন আয়ুষ্মান। তবে তিনি শুধু একা নন, বলিউডের ইতিহাস বলছে সুপারস্টাররা যে যে ছবিতে শাড়ি পরে নারী সেজেছেন সেই সব ছবি হয়েছে সুপারহিট। এক নজরে দেখে নিন তালিকায় রয়েছেন কোন কোন অভিনেতা।
কমল হাসান (Kamal Haasan) : ১৯৯৭ সালে কমল হাসান ‘চাচি ৪২০’ (Chachi 420) ছবিতে শাড়ি পরে চমকে দিয়েছিলেন সকলকে। এই ছবিতে টাবুও অভিনয় করেছিলেন তার সঙ্গে। ৪.৫ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল ছবিটি। বক্স অফিসে তা ২০ কোটি টাকার বেশি উপার্জন করে।
গোবিন্দা (Govinda) : ১৯৮৮ সালে মুক্তি পায় গোবিন্দার আন্টি নাম্বার ওয়ান (Aunty Number One) ছবিটি। এই ছবিতে মহিলা প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন গোবিন্দা। ৩ কোটি ৭৫ লক্ষ টাকায় বানানো এই ছবিটি ৯ কোটি ৪২ লক্ষ টাকা ব্যবসা করে।
সালমান খান (Salman Khan) : সালমান খান ‘জানেমান’ (Jaan E Mann) ছবিতে নারী চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে তিনি ছাড়াও অক্ষয় কুমার, প্রীতি জিন্টা, অনুপম খের অভিনয় করেন। এই ছবিটিও বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করেছিল।
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) : তবে বলিউড ইন্ডাস্ট্রিতে প্রথম নারী সেজে সবাইকে চমকে দেন অমিতাভ বচ্চন। ১৯৮১ সালে ‘লাওয়ারিশ’ (Laawaris) ছবিতে অমিতাভকে ঘাঘরা চোলিতে মেয়ের সাজে দেখা যায়। এই ছবিটি অমিতাভ বচ্চনের কেরিয়ারের অন্যতম মাইলস্টোন হয়েছিল।
আরও পড়ুন : “শাহরুখই আমার জীবনে প্রথম পুরুষ!” SBX লাইফ নিয়ে অকপটে মুখ খুললেন করণ জোহর
আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) : একবার নয় পর্দাতে ২ বার মহিলার সাজে সেজেছেন আয়ুষ্মান। ২০১৯ সালে ড্রিম গার্ল (Dream Girl) ছবিতে মেয়ের ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। ৩০ কোটি বাজেটের ছবিটি ১৬৫ কোটি টাকা আয় করে। ড্রিম গার্ল ২তেও মোনা ডার্লিং সেজে হাজির আয়ুষ্মান। তার এই ছবিটিও বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করছে।
আরও পড়ুন : নায়িকা থেকে সোজা পার্শ্বচরিত্র! বোনের চরিত্রে অভিনয় করেই জনপ্রিয় হয়েছেন এই ৫ অভিনেত্রী