বলিউডে (Bollywood) এমন অনেক সেলিব্রিটি রয়েছেন যারা এক কিংবা একের বেশিবার বিয়ে করেছেন। সেই তারকাদের সঙ্গীরা কিন্তু স্বামী কিংবা স্ত্রীর আগের পক্ষে সন্তানদেরও নিজেদের সন্তানের মর্যাদা দিয়েছেন। নিজের সন্তানদের মতই ভালবেসেছেন সঙ্গীর আগের পক্ষে সন্তানদের। আজ এই প্রতিবেদনে রইল তেমনি ৫ তারকার তালিকা।
অনুপম খের (Anupam Kher) : এই তালিকায় প্রথমেই যার নাম রয়েছে তিনি হলেন অনুপম খের। তিনি বিয়ে করেছেন কিরণ খেরকে। কিরণের আগে একবার বিয়ে হয়েছিল এবং সিকান্দার ছিলেন তার আগের পক্ষে সন্তান। কিরণ এবং অনুপমের বিয়ের পর অনুপম কিরণের ছেলে সিকান্দারকে নিজের ছেলের মত বড় করেছেন।
হেলেন (Helen) : বলিউডের বর্ষীয়ান এই অভিনেত্রীও তার স্বামীর আগের পক্ষের সন্তানদের দুহাতে আগলে রেখেছেন। সেলিম খানের দ্বিতীয় স্ত্রী হলেও সেলিম এবং সালমার সন্তান সালমান, আরবাজ এবং সোহেলকে তিনি নিজের ছেলেদের মত ভালবাসেন।
দিয়া মির্জা (Diya Mirza) : বলিউডের এই অভিনেত্রীও তার সৎ মেয়ে সামাইরাকে নিজের সন্তানের মত ভালবাসেন। সোশ্যাল মিডিয়াতে তাদের অনেক ছবি রয়েছে একসঙ্গে। দিয়াও অবশ্য দুবার বিয়ে করেছেন। সাহিল সংঘকে ডিভোর্স দেওয়ার পর তিনি বিয়ে করেন বৈভব রেখিকে।
কিরণ রাও (Kiran Rao) : আমির খানের দ্বিতীয় পক্ষের স্ত্রী কিরণের সঙ্গেও আমিরের প্রথম পক্ষের মেয়ে ইরা খানের দারুণ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। তাদের দুজনের অবশ্য একটি ছেলে রয়েছে। এদিকে আবার আমির খানের সঙ্গে কিরণের বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও ইরা, আমিরদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন কিরণ।
করিনা কাপুর (Kareena Kapoor) : করিনা কাপুর তার নিজের থেকে ১৪ বছরের বড় সাইফ আলি খানকে বিয়ে করেন। সাইফের প্রথম পক্ষের দুই সন্তান সারা আলি খান এবং ইব্রাহিম আলি খানকেও করিনা সমানভাবে ভালবাসেন।