গুম হয়েছেন কেউ, কারও পচাগলা লাশ বেরিয়েছে, পথের ভিখারির থেকেও করুণ পরিণতি ছিল এই তারকাদের

বলিউড (Bollywood) মানেই সেখানে প্রচুর আলোর রোশনাই। তারকাদের ঘিরে রয়েছে প্রচুর ভক্ত, খ্যাতি, নাম-যশ উপচে পড়ছে। অনেকটা ঠিক যেন রূপকথার সাম্রাজ্য সেখানে। তবে এখানে সাধারণ থেকে তারকা, আবার তারকা থেকে একেবারেই সাধারণ হতে সময় লাগে না। আলোর রোশনাইয়ের আড়ালে হারিয়ে গিয়েছেন যে তারকারা তাদের পরিণতি জানেন?

পারভিন ববি, ভারত ভূষণ থেকে শুরু করে মিনা কুমারী, বলিউডে এমন অসংখ্য তারকা ছিলেন যারা একসময় খ্যাতির শিখরে বিরাজমান ছিলেন। কিন্তু ভাগ্যের মোড় তাদের কোথা থেকে কোথায় এনে ফেলে। কেউ গুম হয়ে গিয়েছেন ইন্ডাস্ট্রি থেকে। তো কারও আবার পচাগলা লাশ বেরিয়েছে বন্ধ ঘর থেকে। দেখে নিন সেই তালিকা।

PARVEEN BABI

পারভিন ববি (Perveen Babi) : ইনি হলেন বলিউডের একজন প্রখ্যাত সুন্দরী অভিনেত্রী। ৮০ এর দশকে অভিনয় এবং রূপের গ্ল্যামারে তিনি টেক্কা দিতেন সমকালীন অভিনেত্রীদের। কিন্তু স্কিৎজোফ্রেনিয়া নামের এক ভয়ানক মনের রোগের শিকার ছিলেন তিনি। শেষ জীবনে একা হয়ে যান। একা একটি বন্ধ ফ্ল্যাটের মধ্যে মরে পড়েছিলেন পারভিন। দুদিন পর উদ্ধার হয় তার পচাগলা মৃতদেহ।

রাজ কিরণ (Raj Kiran) : বলিউডের একজন জনপ্রিয় নায়ক ছিলেন রাজ কিরণ। হঠাৎ করেই একদিন অভিনয় জগত থেকে তিনি উধাও হয়ে যান। মুম্বাইতে কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তখন তার মেয়ের দায়িত্ব নিয়েছিলেন তার বন্ধু ঋষি কাপুর। দীর্ঘদিন পর নিউইয়র্কে তাকে খুঁজে পাওয়া যায়।

MEENA KUMARI

মিনা কুমারী (Meena Kumari) : ৭০ এর দশকে মিনা কুমারী বলতে গেলে রাজত্ব করতেন ইন্ডাস্ট্রিতে। তাকে বলা হত বলিউডের ট্রাজেডি কুইন। তার জীবনটা ছিল দুঃখ এবং দুর্দশায় মোড়া। পরিচালক কামাল আমরোহীকে বিয়ের পর সাংসারিক অশান্তিতে তিনি মদ্যপান করতে শুরু করেন। পরে এই অভ্যাস তার প্রাণ কেড়ে নেয়।

BHARAT BHUSHAN

ভারত ভূষণ (Bharat Bhushan) : বলিউডে এই তারকার জনপ্রিয়তা একসময় কিছু কম ছিল না। কিন্তু একটা সময় পর তার হাতে আর কাজ আসত না। এর ফলে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তিনি। ১৯৯২ সালে তার মৃত্যু হয়। তার দেহ একটি বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়।