বলিউড (Bollywood) হোক বা হলিউড (Hollywood) অভিনেতাদের পারিশ্রমিক সব সময় বেশিই হয় অভিনেত্রীদের থেকে। এই বিষয় নিয়ে বিভিন্ন মহলে নানা কথা উঠলেও এখনও বহু ক্ষেত্রে এমনটাই হয়ে আসছে। একই ছবিতে অভিনেতা ও অভিনেত্রীর পারিশ্রমিকের একটা বড়সড় পার্থক্য থেকেই যাচ্ছে। কিন্তু এমন কিছু অভিনেত্রী আছেন যারা নিজেদের ছবিতে সহ অভিনেতার চেয়ে বেশি পারিশ্রমিক (Fees) নিয়েছেন। এই প্রতিবেদনে সেই তালিকা নিয়ে আলোচনা করা হল।
আলিয়া ভাট (Alia Bhatt): বলিউডের বহু ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভট্ট। কিন্তু মেঘনা গুলজার পরিচালিত ‘রাজি’ ছবিতে ভিকি কৌশলের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। সেই ছবি ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন আলিয়া। অন্যদিকে ভিকি নিয়েছিলেন ৩-৪ কোটি টাকা।
কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut): বরাবরই বিতর্কিত মন্তব্য করে লাইমলাইটে চলে আসেন কঙ্গনা। কিন্তু তার অভিনয়েরও অনেক প্রশংসা হয়। ‘রেঙ্গুন’ ছবিতে তিনি তার দুই সহ অভিনেতা শাহিদ কাপুর এবং সাইফ আলি খানের থেকে বেশি পারিশ্রমিক নিয়েছিলেন। এছাড়াও ‘কাট্টি বাট্টি’ ছবির জন্য সহ অভিনেতা ইমরান খানের চেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। যদিও তার পারিশ্রমিক সম্পর্ক।
শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor): জনপ্রিয় ‘স্ত্রী’ ছবিতে শ্রদ্ধা কাপুরকে দেখা গিয়েছিল মুখ্য ভূমিকায়। সেই ছবিতেই তার বিপরীতে দেখা গিয়েছিল রাজকুমার রাওকে। সেই ছবিতে রাজকুমার রাওয়ের থেকে বেশি পারিশ্রমিক নিয়েছিলেন শ্রদ্ধা। প্রায় ৭ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি।
করিনা কাপুর (Kareena Kapoor): বলিউডের তারকা অভিনেত্রীদের মধ্যে করিনা কাপুর অন্যতম। ‘বীরে দি ওয়েডিং’ নামক একটি ছবিতে অভিনেতা সুমিত ব্যাসের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। কিন্তু এই ছবিতে অভিনয় করার জন্য মাত্র ৮০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন সুমিত অন্যদিকে করিনা পেয়েছিলেন প্রায় ৭ কোটি টাকা।
মাধুরী দীক্ষিত (Madhuri Dixit): কেরিয়ারের শুরুর দিকে অভিনেতা সলমন খানের পারিশ্রমিক আজকের মতো এত বেশি ছিল না। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিতে অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। যেখান এই ছবিতে অভিনয় করার জন্য সলমন পারিশ্রমিক নিয়েছিলেন প্রায় ২.৭৫ কোটি টাকা। অন্যদিকে মাধুরী দীক্ষিত পেয়েছিলেন ৩ কোটি টাকা।