ছেলের বয়সী নায়কদের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউডের এই ৫ সুন্দরী নায়িকা, জানলে চমকে যাবেন

বলিউড (Bollywood) অভিনেতা এবং অভিনেত্রীদের নিয়ে কতই না জল্পনা রয়েছে ইন্ডাস্ট্রিতে। তাদের প্রেম জীবন নিয়ে ভক্তদের আগ্রহ থাকে সবথেকে বেশি। তবে আজকের এই প্রতিবেদনে থাকছে বলিউডের সেইসব অভিনেত্রীদের তালিকা যারা নিজেদের থেকে অর্ধেক বয়সী নায়কদের সঙ্গে চুটিয়ে রোমান্স (Bollywood Actresses Who Had Seen In Bold Scenes With Younger Actors) করতেন। এক নজরে দেখে নিন এই তালিকা।

অক্ষয় কুমার এবং রেখা (Akshay Kumar And Rekha) : এই তালিকায় সবার আগে যাদের নাম উঠে আসে তারা হলেন অক্ষয় কুমার এবং রেখা। অক্ষয় এবং রেখা ‘খিলাড়িও কে খিলাড়ি’ ছবিতে অভিনয় করেছিলেন। এই ছবিতে অক্ষয়ের তৎকালীন প্রেমিকা রবিনাও ছিলেন ছিলেন। তবে নজর কেড়েছিল অক্ষয়ের সঙ্গে রেখার রোমান্স। পর্দায় তাদের ঘনিষ্ঠ হতে দেখে চোখ ফেরাতে পারেননি দর্শকরা। এমনকি তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও জল্পনা ছড়াতে শুরু করে।

SHAH RUKH KAHNA AND DEEPA SHAHI

শাহরুখ খান এবং দীপা শাহী (Shah Rukh Khan And Deepa Shahi) : শাহরুখের কেরিয়ারের একেবারে শুরুতে তাকে নিজের থেকে বড় বয়সী অভিনেত্রীর সঙ্গে পর্দাতে প্রেম করতে হয়েছিল। রোমান্স কিং শাহরুখ তাতে পিছিয়ে পড়েননি। বরং তাদের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সেই সময় তুমুল চর্চা হয়েছিল। সেই ছবির নাম ছিল ‘মায়া মেমসাব’।

ডিম্পল কাপাডিয়া এবং অক্ষয় খান্না (Dimple Kapadia And Akshay Khanna) : বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্নার সঙ্গে ডিম্পল কাপাডিয়া পর্দাতে অভিনয় করেছিলেন। অক্ষয়ের থেকে ডিম্পল বয়সে অনেকটাই বড় ছিলেন। এমনকি ডিম্পল বিনোদ খান্নার সঙ্গেও পর্দাতে রোমান্টিক ছবিতে অভিনয় করেছেন। ‘দিল চাহতা হ্যায়’ ছবিতে ডিম্পল এবং অক্ষয়ের রোমান্স দেখা গিয়েছিল।

TABU AND ISHAN KHATTAR

তাবু এবং ঈশান খট্টার (Tabu And Ishan Khattar) : তাবুর সঙ্গে ঈশান খট্টরের প্রেম ধরা পড়েছিল মীরা নায়ার পরিচালিত ‘এ সুইটেবল বয়’ ছবিতে। ছবিতে নিজের মায়ের বয়সী অভিনেত্রীর সঙ্গে ঈশানকে রোমান্স করতে দেখা যায়।

DIMPLE KAPADIA AND AMOL MATHRE

ডিম্পল কাপাডিয়া এবং অমল মাথ্রে (Dimple Kapadia And Amol Mathre) : ‘লীলা’ ছবিতে ফের একবার নিজের অর্ধেক এরও কম বয়সের অভিনেতার সঙ্গে রোমান্স করতে দেখা গিয়েছিল ডিম্পল কাপাডিয়াকে। এই ছবিতে একজন প্রফেসারের ভূমিকায় অভিনয় করেছিলেন ডিম্পল যিনি কিনা নিজের থেকে কম বয়সী একটি ছেলের প্রেমে পড়েন।