বুড়ো হাড়ে ভেলকি দেখিয়েছেন! ৫০ পেরিয়ে বাবা হয়েছেন এই ৫ বলিউড তারকা

5 Bollywood Actors Became Father Over 50 : বলিউডে (Bollywood) একের পর এক খুশির খবর। গতকালই জানা গিয়েছে, মা হয়েছেন দৃশ্যম 2-এর অভিনেত্রী ঈশিতা দত্ত। পুত্র সন্তানের মা হয়েছেন তিনি। আর এবার মা হলেন অভিনেতা অর্জুন রামপাল  (Arjun Rampal) -র প্রেমিকা গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজ (Gabriella Demetriades)। অবশেষে প্রায় ৫০ বছরে অর্জুন রামপাল চতুর্থবার বাবা হলেন। কিন্ত অর্জুন রামপাল একা নয় এই বয়সে এসে বাবা হয়েছেন আরও অনেক অভিনেতা। চলুন জেনে নিই সেই তালিকা।

১. সইফ আলি খান (Saif Ali Khan) : ২০১২ সালে সইফ আলি খান দ্বিতীয়বারের জন্য বিয়ে করেন করিনা কাপুরকে। তারপর ২০১৬ সালে সইফ-করিনার জীবনে আসে তাদের প্রথম সন্তান তৈমুর। তারপর ২০২১ সালে তাদের দ্বিতীয় সন্তান জেহ-র জন্ম হয়। তখন সইফ আলি খানের ৫১ বছর বয়স।

SANJAY DUTT WITH CHILDS

২. সঞ্জয় দত্ত (Sanjay Dutt) : বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব সঞ্জয় দত্ত। বারবার আইন ভেঙে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সুনীল দত্ত ও নার্গিস পুত্র। আর তার মধ্যে একাধিক সম্পর্কে জড়ানোর পর মান্যতা দত্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঞ্জয় দত্ত। এরপরেই ৫১ বছর বয়সে বাবা হন সঞ্জয় দত্ত।

৩. প্রকাশ রাজ (Prakash Raj) : দক্ষিণী ফিল্ম ইন্ড্রাস্ট্রির অন্যতম অভিনেতা হলেন প্রকাশ রাজ। ২০০৯ সালে স্ত্রী ললিতা কুমারীর সঙ্গে বিচ্ছেদের এক বছর পর পনি ভর্মাকে বিয়ে করেন প্রকাশ। ছবির সেটেই পনির সঙ্গে আলাপ হয়েছিল প্রকাশের। চার সন্তান রয়েছে প্রকাশেরও। ৫০ বছর বয়সে চতুর্থ বার বাবা হন তিনি।

Manoj Tiwary

৪. মনোজ তিওয়ারি (Manoj Tiwary) : প্রথম স্ত্রী রানি তিওয়ারির সঙ্গে এক মেয়ে আছে মনোজ তিওয়ারির। এরপর তার সঙ্গে বিচ্ছেদের পর সুরভীকে বিয়ে করেন মনোজ। ২০২০ সালে মনোজ ও তার দ্বিতীয় স্ত্রীর সুরভির কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান। তারপর ২০২২ সালে ৫১ বছর বয়সে মনোজের দ্বিতীয় সন্তান হয়।

Satish Kaushik

আরো পড়ুন : আম্বানির স্ত্রীর সঙ্গে পরকীয়া থেকে সহবাস, রাজেশ খান্নার কেচ্ছা ফাঁস করেন ডিম্পল

৫. সতীশ কৌশিক (Satish Kaushik) : ১৯৮৫ সালে শশী কৌশিককে বিয়ে করেন সতীশ। দীর্ঘ অপেক্ষার পর সতীশ ও শশীর জীবনে আসে পুত্র সন্তান, কিন্তু মাত্র ২ বছর বয়সে মৃত্যু হয় সতীশ-শশীর ছেলের শানুর। ছেলের মৃত্যু সতীশ ভেঙে পড়েছিলেন। তারপর ২০১২ সালে, ১৬ বছর পর, একজন সারোগেট মায়ের মাধ্যমে কন্যা বংশিকার জন্ম হয়। তখন সতীশের বয়স ছিল ৫৬ বছর। যদিও বর্তমানে বেঁচে নেই অভিনেতা সতীশ কৌশিক।

আরো পড়ুন : ১৮ না পেরোতেই মা হয়ে যান, বলিউডে ডুবতে বসেছিল রানীর কেরিয়ার