5 Best Bengali Detective Web Series : গোয়েন্দা ও রহস্য রোমাঞ্চের গল্প বরাবরই বাঙালির খুব প্রিয়। বাঙালি গোয়েন্দাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যোমকেশ (Byomkesh) বা ফেলুদা (Feluda)। কিন্তু বর্তমান সময় ওয়েব সিরিজ (web series)-এর পদার্য় একের পর এক গোয়েন্দার দেখা মিলিছে যারা নিজের বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করতে পারেন। বাংলার এমনি ৫টি জনপ্রিয় গোয়েন্দামূলক সিরিজের নাম দেওয়া হয়েছে এই তালিকায়।
একেনবাবু (Eken Babu) : বাংলায় আধুনিক গোয়েন্দা গল্পগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ‘একেনবাবু’। তবে এই ওয়েব সিরিজের গল্প অন্য গোয়েন্দা গল্পগুলোর থেকে একটু আলাদা। কারণ রহস্য, রোমাঞ্চের পাশাপাশি এই ওয়েব সিরিজে কমেডিও রয়েছে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম (OTT platform) ‘হইচইয়’ (hoichoi)-তে এই ওয়েব সিরিজটি দেখা যাবে।
ব্যোমকেশ (Byomkesh) : ব্যোমকেশ বক্সী নামটাই বাঙালির খুব আপন। সিনেমার বার বার এই চরিত্রটিকে দেখতে পাওয়া গিয়েছে। তবে তার পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা গিয়েছে ব্যোমকেশকে। এই সিরিজে ব্যোমকেশের ভূমিকায় দেখা গিয়েছিল অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)-কে। ‘হইচইয়’তে দেখা যাবে এই সিরিজটি।
শিকারপুর (Shikarpur) : টলিউড (Tollywood) অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)-কে এই সিরিজে গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। রহস্য ও রোমাঞ্চের সঙ্গে এই সিরিজে কমেডির স্বাদও পাবে দর্শকরা। ‘জি ফাইভ’ (Zee5)-এ দেখা যাবে এই সিরিজটি।
দ্য স্টোনম্যান মার্ডারস (The Stoneman Murders) : রহস্য ও থ্রিলারে ভরপুর এই ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছিল রজতাভ দত্ত (Rajatav Dutta), রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi), স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)-মতো জনপ্রিয় তারকাদের। এই ওয়েব সিরিজটিও দেখা যাবে ‘হইচই’তে।
আরও পড়ুন : মিষ্ট্রি-থ্রিলার থেকে সাসপেন্সে ভরপুর, এই সপ্তাহেই OTTতে আসছে একগুচ্ছ ওয়েব সিরিজ
সিক্স (Six) : সৌম্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছিল এই ওয়েব সিরিজটি। যেখানে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেতা শিলাজিৎ মজুমদার (Shilajit Majumder), দর্শনা বণিক (Darshana Banik)-এর মতো জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের। এই ওয়েব সিরিজটিও দেখা যাবে ‘হইচইয়’তে।
আরও পড়ুন : OTTতে আসছে নতুন ৫ সিনেমা ও ওয়েব সিরিজ, না দেখলে হবে চরম মিস