Bengali Serial : তলানিতে TRP! রাতারাতি বন্ধের মুখে স্টার জলসার জনপ্রিয় এই সিরিয়াল

অবশেষে টিআরপির অভাবে ফের বন্ধ হতে বসেছে স্টার জলসার একটি জনপ্রিয় সিরিয়াল। টিআরপিতে শুরু থেকেই জি বাংলার ‘নিম ফুলের মধু’র কাছে মার খাচ্ছিল এই সিরিয়ালটি। এমনকি নায়িকার মুখ বদল করেও লাভ হয়নি। অবশেষে এবার বন্ধ হতে চলেছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘তুমি আশেপাশে থাকলে’। এই সিরিয়ালের হাত ধরেই বাংলা সিরিয়ালের পর্দায় আবার ফিরেছিলেন ‘অপরাজিতা অপু’ খ্যাত রোহন ভট্টাচার্য। কিন্তু তার ম্যাজিক কাজ করল না।

রোহান ভট্টাচার্য এবং অঙ্গনা রায়, বাংলা সিরিয়ালের পর্দায় আনকোরা নতুন এই জুটিকে নিয়ে একেবারে আনকোরা নতুন স্বাদের গল্পের উপর ভিত্তি করে শুরু হয়েছিল স্টার জলসার ‘তুমি আশেপাশে থাকলে’ সিরিয়ালটি। রোমান্স এবং ভৌতিক কাহিনীর মিশিয়ে বানানো হয়েছিল গল্পের প্লট। কিন্তু শুরু থেকেই গল্পের মধ্যে কিছু খামতি ছিল। যে কারণে দর্শকদের অতটা মন জয় করতে পারেনি এই সিরিয়াল।

Tumi Ashey Pashey Thakle

অঙ্গনা এবং রোহনের জুটিটা অবশ্য দর্শকরা ভালই পছন্দ করছিলেন। কিন্তু গল্প মাঝখানের তালগোল পেকে যাওয়াতে হয়ে যায় মুশকিল। গল্পের শুরুতেই দেখানো হয় নায়িকা পারো মরে গিয়ে ভূত হয়ে ফিরে এসেছে নায়কের জীবনে। এরপর আবার পারোর মতোই দেখতে একটি গ্রামের মেয়ের সঙ্গে নায়কের বিয়ে হয়। ভূত তখনো তাদের পিছু ছাড়েনি।

এই প্লটের উপর গল্প কিছুদিন চলার পর হঠাৎ করে দেখা যায় পারো প্লাস্টিক সার্জারি করে আবার ফিরে এসেছে। স্বাভাবিকভাবেই দর্শকদের মনে প্রশ্ন ওঠে পারো তো মরে গিয়ে ভূত হয়েছিল। তাকে দেখতে পেয়েছিল বাড়ির সকলে। এখন হঠাৎ পারো কীভাবে বেঁচে উঠল? যদিও তার উত্তর মেলেনি। অসুস্থতার কারণে কিছুদিন আগেই অঙ্গনা সিরিয়াল ছেড়ে দেন। তার জায়গায় আনা হয় জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায়কে। কিন্তু তাকে আনার পরেও টিআরপি ওঠানো সম্ভব হয়নি।

আরও পড়ুন : কেরিয়ারে নতুন মোড়! তবে কি অভিনয় ছেড়ে দেবেন রণজয়?

ALOR KOLE

আরও পড়ুন : টলিউড দিল না যোগ্য সম্মান, কোথায় হারিয়ে গেলেন ঋষি কৌশিক?

এদিকে শোনা যাচ্ছে জি বাংলার ‘আলোর কোলে’ সিরিয়ালটিও নাকি বন্ধ হবে। জি বাংলার এই ভৌতিক গল্পটিও দর্শকদের মন জয় করতে পারেনি। এই সিরিয়ালটি জি এর ‘রাধা মোহন’ নামের একটি জনপ্রিয় হিন্দি সিরিয়ালের বাংলা রিমেক ছিল। কিন্তু জনপ্রিয়তার নিরিখে ‘আলোর কোলে’ আসল সিরিয়ালের ধারে কাছেও যেতে পারেনি। এবার স্টার জলসা এবং জি বাংলার দুটি ভৌতিক সিরিয়ালই বন্ধ হতে বসেছে।