একটি-দুটি নয়, পাঠান ছবিতে রয়েছে ১০টি আজব ভুল, ৯০% দর্শক ধরতেই পারেননি

বক্স অফিসে দিন প্রতিদিন ব্যবসা বাড়িয়েই চলেছে ‘পাঠান’ (Pathaan)। ইতিমধ্যেই নাকি ৫০০ কোটি টাকার ব্যবসা ছাপিয়ে গিয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ছবিটি। ‘পাঠানে’র জয়জয়কার চলছে গোটা দেশ জুড়ে। সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ সকলেই। কিন্তু এরই মধ্যে সিনেপ্রেমীরা ধরে ফেললেন ছবির বেশ কিছু ত্রুটি। একটি, দুটি নয়, গোটা সিনেমা জুড়ে নাকি ১০টি বড় ভুল রয়েছে। দেখুন তো সেগুলো আপনার চোখেও ধরা পড়েছিল কি (10 Mistakes Of Pathaan Movie)?

এক, ছবির একটি অ্যাকশন দৃশ্যে দীপিকার পেটে গুলি লাগে। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন দেখা যায় তার পেটের বাম দিকে ব্যান্ডেজ করা আছে, রক্তের দাগও লেগে সেখানে। পরে শাহরুখকে দেখা যায় তিনি অভিনেত্রীর পেটের ডান দিকে ব্যান্ডেজ করছেন! দুই, ২০০২ সালের প্রেক্ষাপটে দেখানো হয়েছে আফগানিস্তানে কর্তব্যরত অবস্থায় শাহরুখের দিকে মিসাইল ধেয়ে আসছে।

pathaan

শাহরুখ হাতের ফোনটি ছুঁড়ে দিয়ে জিপিএস নিয়ন্ত্রিত মিসাইল থেকে রক্ষা পেলেন। তবে ২০০৭ সালের দিক থেকে মোবাইলে জিপিএসের ব্যবহার শুরু হয়েছিল। তিন, ট্রেনের মধ্যে বোমা বিস্ফোরণ হতেই দেখা গেল ট্রেনের ছাদ ঢাল হিসেবে ব্যবহার করে শাহরুখ বেঁচে গেলেন। কিন্তু এরকম বিস্ফোরণে তো ট্রেনের ছাদই উড়ে যাওয়ার কথা। চার, শাহরুখকে বাঁচানোর জন্য সালমান খান ট্রেনের ছাদে লাফিয়ে কামরার মধ্যে প্রবেশ করলেন। কিন্তু তার হাতের কাপ থেকে কফি একটুও উছলে পড়ে গেল না।

পাঁচ, ছবির একটি দৃশ্যে আকাশে জেটপ্যাক বিমানে শাহরুখ এবং জন আব্রাহাম উড়ছিলেন। তাদের দুজনের উপর গুলি বৃষ্টি চলছিল। বিশেষজ্ঞদের দাবি, অত উচ্চতায় চোখে বিশেষ চশমা না পরে নাকি ভেসে থাকা যায় না। ছয়, দীপিকা গেরুয়া বিকিনি পরে সুইমিং পুল থেকে ডাঙ্গায় যখন উঠে এলেন তখন তার কানে দুল দেখা যাচ্ছিল। পরক্ষণেই যখন তিনি অ্যাকশন শুরু করলেন তখন তার কানের দুল গায়েব!

shah rukh and salman

সাত, ছবিতে তালা এবং চাবি চুরির সময় পাঠান বলে সেই দুটি যে আবাসনে রয়েছে তারা একে অপরের বিপরীতে অবস্থিত। কিন্তু এরপর বিশেষ বিমানকে একই দিকে উড়ে আসতে দেখা গেল। আট, জনের ট্যাটু নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। কারণ একাধিক দৃশ্যে নাকি জনের শরীরের ট্যাটু্র ডিজাইন মেলেনি। আগে যে ট্যাটু দেখানো হয়েছিল পরে নাকি সেটি গায়েব হয়ে গিয়েছে।

pathaan 1

নয়, ছবিতে রকেট লঞ্চার দিয়ে গাড়ি উড়িয়েছিলেন জন। গাড়ি উড়ানোর আগে তাকে জেব্রা ক্রসিংয়ের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর যখন ক্যামেরা ঘুরে যায় তখন দেখা যায় তিনি জেব্রা ক্রসিংয়ের সামনে দাঁড়িয়ে রয়েছেন। দশ, ‘ঝুমে জো পাঠান’ গানে শাহরুখের পেছনে একটি ঘড়ি ছিল। একই দৃশ্যে সেই ঘড়ির সময় বারবার বদলেছে। সেই সঙ্গে লং শট এবং ক্লোজ শটে দীপিকার পায়ের জুতোর পরিবর্তন দর্শকদের নজর এড়ায়নি।