জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসা, এই দুটি চ্যানেল প্রধানত বছরের পর বছর ধরে বাংলা সিরিয়ালপ্রেমীদের কাছে বিনোদন জুগিয়েছে। আজ এই প্রতিবেদনের সঙ্গে জড়িয়ে রয়েছে জি বাংলার দর্শকদের নস্টালজিয়া। যেগুলো তারা বছরের পর বছর ধরে মনের মধ্যে বহন করে চলেছেন। এই প্রতিবেদনে রইল জি বাংলার সেরা ১০ টি ধারাবাহিকের (10 Best Bengali Mega Serial Of Zee Bangla) তালিকা যেগুলো দর্শকরা আজও ভুলতে পারেননি।
রাজা এন্ড গজা : জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল রাজা এন্ড গজা। কমেডি নির্ভর এই ধারাবাহিকটি ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল। রাজা-গজার মজার মজার কাণ্ড কারখানা মন দিয়ে উপভোগ করতেন দর্শকরা। এখানে দুই প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সৌরভ চক্রবর্তী এবং অম্বরীশ ভট্টাচার্য।
অগ্নিপরীক্ষা : এই সিরিয়ালটি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত চলেছিল। ধারাবাহিক অভিনয় করেছিলেন ভাস্বর চ্যাটার্জী, সোনালী চৌধুরী, রিমঝিম মিত্ররা। এই সিরিয়ালটিও সেই সময় খুব পছন্দ করতেন দর্শকরা।
খনা : ঐতিহাসিক চরিত্র নির্ভর এই সিরিয়ালটির সম্প্রচারের সময় দারুণ জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের মাঝে। এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন শিশু শিল্পী ঐশী ভট্টাচার্য। যাকে পরবর্তী দিনে ‘শ্রীময়ী’ ধারাবাহিকে দিঠির ভূমিকায় দেখেছেন দর্শকরা। বর্তমানে ঐশী ‘এক্কাদোক্কা’ সিরিয়ালে অভিনয় করছেন।
সুবর্ণলতা : আশাপূর্ণা দেবীর ‘সত্যবতী’ ট্রিলজি উপন্যাসের মধ্যে থেকে ‘সুবর্ণলতা’কে বেছে নিয়ে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়েছিল এই সিরিয়ালটি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অনন্যা চ্যাটার্জী এবং ঈপ্সিতা মুখার্জী। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত চলেছিল এই সিরিয়ালটি।
সাত পাকে বাঁধা : এই সিরিয়ালটি জি বাংলাতে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত চলেছিল। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা সেন এবং বিক্রম চ্যাটার্জী। এই সিরিয়ালটিরও জনপ্রিয়তা ছিল তুঙ্গে।
কেয়া পাতার নৌকো : ২০১১ থেকে ২০১৩ সাল অব্দি সম্প্রচারিত হয়েছিল কেয়া পাতার নৌকো। লীনা গাঙ্গুলীর কাহিনী অবলম্বনে এই সিরিয়ালটিতে অভিনয় করতেন ঈপ্সিতা মুখার্জি এবং দেবোত্তম মজুমদার।
বয়েই গেল : অর্জুন বসাক এবং বাসবদত্তা চ্যাটার্জীর জুটিতে এই সিরিয়ালটির জনপ্রিয়তা সেই সময় ছিল আকাশ ছোঁয়া। ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত মাত্র একটি বছর সম্প্রচারিত হলেও এই সময়ের মধ্যেই দর্শকদের মনের ছাপ ফেলে দেয় ‘বয়েই গেল’।
গোয়েন্দা গিন্নি : বাড়ি একজন সাধারণ গৃহবধূ কী করে তার বুদ্ধি খাটিয়ে একজন তুখর গোয়েন্দা হয়ে ওঠেন গোয়েন্দা গিন্নি সেই গল্পই তুলে ধরে। এই সিরিয়ালটিতে প্রত্যেকটি এপিসোডে থাকত টান টান যা দর্শকদের চোখের পলক ফেলতে দিত না। গোয়েন্দা গিন্নি ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত চলেছিল।
ভুতু : বাংলা সিরিয়ালে ছোট্ট ভূতের গল্প নিয়ে একেবারে আলাদা স্বাদের ছিল এই ধারাবাহিকটি। এই সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রের অভিনয় করতেন শিশু শিল্পী আর্শিয়া মুখার্জি। ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই সিরিয়ালটি চলেছিল।
জামাই রাজা : শ্রীমা ভট্টাচার্য এবং অর্জুন চক্রবর্তীর জুটিতে এই সিরিয়ালটিও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই ধারাবাহিকের সম্প্রচার হয়েছিল।