বিশ্বমঞ্চে গর্বিত বাংলা! সত্যজিৎ রায়ের পর এই বাঙালি পরিচালকের হাত ধরে অস্কার পেতে চলেছে বাংলা

বাংলায় যত ভাল ভাল সিনেমাই তৈরি হোক না কেন, অস্কার (Oscar) কিন্তু কেবল একজনই এনে দিয়েছেন বাংলা সিনেমাকে। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ আজ থেকে প্রায় ৩০ বছর আগে অস্কার পুরস্কার পেয়েছিল। আপাতত সেই প্রথম এবং সেটাই শেষ অস্কার বাংলার। তবে দীর্ঘদিনের না পাওয়ার খরা এবার মিটে যেতে পারে। বাঙালি পরিচালক শৌনক সেনের (Shaunak Sen) হাত ধরে বাংলা এবার পেতে চলেছে দ্বিতীয় অস্কার।

গত বছর কান চলচ্চিত্র উৎসবে গোল্ডেন আই পুরস্কার জিতেছিল শৌনক পরিচালিত তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’ (All That Breathes)। বিশ্ব মঞ্চে এর আগেই বাংলা এবং বাঙালির নাম উজ্জ্বল করেছেন তিনি। এবার অস্কারের মঞ্চে বাংলার বিজয় পতাকা উড়ানোর পালা। মঙ্গলবার দ্য একাডেমির তরফ থেকে ৯৫ তম অস্কার অ্যাওয়ার্ডের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে সেরা পাঁচটি তথ্যচিত্রের মধ্যে শৌনকের ‘অল দ্যাট ব্রিদস’ মনোনীত হয়েছে।

এই তথ্যচিত্রের পরিচালক শৌনক জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। তার তৈরি তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’ এরই মধ্যে কানসহ বিশ্বের তাবড় তাবড় ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে। এবার অস্কারের জন্য মনোনীত হয়েছে এই ছবিটি। অস্কার জয়ের লক্ষ্যে সেরা ৫-এ জায়গা পেয়েছে এই তথ্যচিত্র। আগামী ১২ ই মার্চ চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে। শৌনকের হাতে করে বাংলা দ্বিতীয় অস্কার জিতে নিতে পারে কিনা সেটাই এখন দেখার।

উল্লেখ্য, গত সপ্তাহে বাফটা নমিনেশন তালিকাতেও জায়গা পেয়েছে এই তথ্যচিত্রটি। এই তথ্যচিত্রটিতে মূলত দিল্লির প্রত্যন্ত একটি গ্রাম ওয়াজিরাবাদের দুই ভাইয়ের গল্প তুলে ধরা হয়েছে। মোহাম্মদ সৌদ এবং নাদিম শেহজাদ, এই দুই ভাই তাদের গোটা জীবনটা আহত পাখিদের উদ্ধার করতে এবং তাদের সেবা-শুশ্রুষার কাজে উৎসর্গ করে দিয়েছেন।

দিল্লির একটি পরিত্যক্ত বেসমেন্টে থাকা ওই দুই ভাই চিলদের বাঁচানোর চেষ্টা করে থাকেন। এই প্রকৃতির প্রত্যেকটা জীবের জীবনের সমান মূল্য রয়েছে, শৌনকের ৯০ মিনিটের এই তথ্যচিত্রে উঠে এসেছে এই বার্তা যা দর্শকদের মন ছুঁয়ে যায়। দিল্লির বাসিন্দা শৌনক সেনের এটা দ্বিতীয় ডকুমেন্টারি ফিল্ম। এর আগে ২০১৫ সালে তিনি ‘সিটিজ অব স্লিপ’ নামের একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন।

২০২১ সালে বাঙালি পরিচালক সুস্মিত ঘোষের তথ্যচিত্র ‘রাইটিং উইথ ফায়ার’ সেরা তথ্যচিত্রের লড়াইয়ে মনোনীত হয়েছিল। কিন্তু অল্পের জন্য অস্কার হাতছাড়া হয়ে যায় সেই বার। এবার শৌনকের সামনে আবার সেই সুযোগ এসে দাঁড়িয়েছে। তার পাশাপাশি সারা বাংলাও এখন অস্কারের মঞ্চের দিকে তাকিয়ে রয়েছে। শৌনক যদি অস্কার জিতে পারেন তাহলে সত্যজিতের পর ইতিহাস তৈরি করবেন তিনি।