আসছে ইচ্ছাধারী নাগকন্যা! জি বাংলার নতুন সিরিয়ালের নায়িকা কে?

পঞ্চমীর পর ফের বাংলা সিরিয়ালের পর্দায় আসছে নাগ ও নাগিনীর গল্প। স্টার জলসার পর এবার জি বাংলাও হাজির সাপেদের নতুন সিরিয়াল নিয়ে। খুব শীঘ্রই জি বাংলাতে আসছে ইচ্ছাধারী নাগকন্যা। যে সিরিয়ালের প্রোমো সম্প্রতি শেয়ার করেছে চ্যানেল কর্তৃপক্ষ। কারা থাকবেন এই নতুন সিরিয়ালে? নায়ক ও নায়িকা কে হবেন? রইল বিশেষ আপডেট।

জি বাংলায় আসছে ইচ্ছাধারী নাগকন্যা

জি বাংলা এখন একটার পর একটা নতুন সিরিয়াল নিয়ে আসছে। তুই আমার হিরো, চিরদিনই তুমি যে আমার, দুগ্গামণি ও বাঘমামার পর এবার আসবে ইচ্ছাধারী নাগকন্যা। জি বাংলা যে নতুন প্রোমো শেয়ার করেছে এই সিরিয়ালের তাতে দেখা যাচ্ছে এক পূর্ণিমার রাতে দুটি সাপ একে অপরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। তাদের সামনে রয়েছে একটি শিব মূর্তি। কোন পূর্ণাঙ্গ প্রোমো, একটা অ্যানিমেটেড ভিডিও মারফত নতুন সিরিয়াল আসার সুখবর শোনালো চ্যানেল।

 Ichhadhari Nagkanya

নতুন সিরিয়ালে নায়ক ও নায়িকা কে হবেন?

এই ভিডিওতে নায়ক এবং নায়িকা সম্পর্কে কিছুই জানানো হয়নি। যদিও এটুকু দেখেই দর্শকরা খুবই খুশি হয়েছেন। কমেন্ট বক্সে কেউ লিখছেন নিম ফুলের মধুর নায়িকা পল্লবী শর্মা যদি বাংলা সিরিয়ালের নাগিন হন তাহলে জমে যাবে। কারও প্রশ্ন এটা কি আদেও অরিজিনাল হবে নাকি রিমেক? কারও মনে ভয় এটা আবার হিন্দি সিরিয়ালের ডাবিং হবে না তো? তবে জি বাংলায় নাগিন সিরিয়ালের মত সিরিয়াল এলে বরং খুশিই হবেন দর্শকরা।

আরও পড়ুন : নায়কই ভিলেন! অপর্ণা আর্যর কে হয়? প্রকাশ্যে গল্পের আসল টুইস্ট

আরও পড়ুন : মিঠাইয়ের মিষ্টি আবার ফিরবে জি বাংলায়! কোথায় দেখা যাবে তাকে?

নতুন এই সিরিয়ালের ঝলক দেখেই দর্শকরা খুবই উৎসাহিত। বিশেষ করে নায়িকা কে হবেন এমন সিরিয়ালের সেই নিয়ে চলছে বিস্তর চর্চা। কেউ বলছেন পল্লবীর নাম তো কেউ সৃজলা গুহ, রুকমা রায়ের নাম নিচ্ছেন। সেই সঙ্গে নতুন সিরিয়ালের সম্ভাব্য স্লট নিয়েও আলোচনা চলছে দর্শকদের মধ্যে। এই মুহূর্তে জি বাংলাতে আনন্দি এবং কোন গোপনে মন ভেসেছে সিরিয়াল দুটি শেষ হওয়ার সম্ভাবনা প্রবল। আবার অন্যদিকে মিঠিঝোরাও আছে। এই ৩ সিরিয়ালের মধ্যে কোন স্লট নেবে ইচ্ছাধারী নাগকন্যা? সেটাই এখন দেখার।