‘মিঠাই’য়ের পর এবার ‘উড়ন তুবড়ি’ (Uron Tubri)। জাতীয় স্তরে বিশেষ মর্যাদা পেল জি বাংলার (Zee Bangla) এই সিরিয়াল। যদিও বাংলাতে মিঠাইয়ের মত জনপ্রিয়তা পায়নি তুবড়ি। টিআরপিও ছিল অনেক কম। কিন্তু প্যান ইন্ডিয়া রাজত্ব করছে এই সিরিয়ালটি। এবার নতুন ইতিহাস গড়ে ফেলল জি বাংলার এই সিরিয়াল।
এই মুহূর্তে বিভিন্ন ইন্ডাস্ট্রি অন্যান্য ইন্ডাস্ট্রির হিট হওয়া সিরিয়াল রিমেক করছে। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ইত্যাদি প্রত্যেক টিভি ইন্ডাস্ট্রিই একে অপরের খোঁজ রাখে। ‘অগ্নিপরীক্ষা’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘এখানে আকাশ নীল’, ‘কে আপন কে পর’ ইত্যাদি বহু সিরিয়াল বিভিন্ন ভাষাতে রিমেক হয়েছে। কিন্তু আন্তর্জাতিক স্তরে বাংলা সিরিয়াল আর কটাই বা পৌঁছেছে? সেই মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে ‘মিঠাই’ এবং ‘উড়ন তুবড়ি’। বাংলার গণ্ডি পেরিয়ে শুধু নয়, ভারতের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও দারুণ জনপ্রিয়তা পাচ্ছে এই দুটি সিরিয়াল।
এর আগে ‘মিঠাই’ সিরিয়ালটির প্রথম ইংরেজি ভাষাতে রিমেক হয়েছিল। ইংরেজি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে সেই সিরিয়াল। চ্যানেলের নাম জি ওয়ান আফ্রিকা। ‘মিঠাই’য়ের জনপ্রিয়তা আফ্রিকা দেশেও প্রচুর। এবার সেখানে ‘উড়ন তুবড়ি’রও রিমিক ভার্সন সম্প্রচার হচ্ছে ইংরেজিতে। গত ৩ রা নভেম্বর থেকে আন্তর্জাতিক টেলিভিশনে এই সিরিয়ালের সম্প্রচার শুরু হয়েছে।
আরও পড়ুন : আবার টেলিভিশনে ফিরছেন যশ দাশগুপ্ত! কবে কোন চ্যানেল? জানুন বিস্তারিত
আরও পড়ুন : বহু বছর পর সিরিয়ালে ফিরছে ছোট্ট ‘ভুতু’! কবে কোন চ্যানেল? জানুন বিস্তারিত
জি বাংলার ‘উড়ন তুবড়ি’ সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সোহিনী ব্যানার্জী এবং স্বস্তিক ঘোষ। তিন বোনের গল্প ধরা পড়েছিল সেই সিরিয়ালে। ২০২২ সালে এই সিরিয়ালের সম্প্রচার শুরু হয়। ১ বছর পর্যন্ত চলেছিল এই সিরিয়াল। তারপর টিআরপির অভাবে বন্ধ হয়ে যায়। এই সিরিয়াল এরপর বিয়ে করে নেন সোহিনী। আর স্বস্তিককে এই মুহূর্তে আর অন্য কোনও সিরিয়ালে আপাতত দেখা যাচ্ছে না। তবে ‘মিঠাই’য়ের পর আরও একটি বাংলা সিরিয়ালের এমন আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলে সম্প্রচার কার্যত বাংলার মুখকে উজ্জ্বল করল।