শেষ হয়েও হইল না শেষ। নতুন বছরে নতুন চমক নিয়ে আবার ফিরছে পুবের ময়না (Puber Moyna)। এখনই বন্ধ হচ্ছে না জি বাংলার (Zee Bangla) এই সিরিয়ালটি। শেষ দিনের শুটিং হয়ে গিয়েও আবার নতুন করে শুরু হল কাজ। দর্শকদের চাহিদায় সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত নিয়ে ফেলেও আবার নতুন করে কাজ শুরু করতে বাধ্য হলেন নির্মাতারা।
টিআরপির অভাবে দুবার পাল্টেছে পুবের ময়নার স্লট। কিছুদিন আগেই এই সিরিয়ালের অন্তিম শুটিংয়ের খবর এসেছিল। শেষ দিনের শুটিং থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছিলেন অভিনেতারা। কিন্তু নতুন বছরে আবার নতুন করে শুরু হলো পুবের ময়নার শুটিং।
আসলে শেষ দিনের শুটিংয়ের খবর শোনার পর খুবই মন খারাপ হয়ে গিয়েছিল দর্শকদের। কমেন্ট বক্সে তারা জানিয়েছিলেন সে কথা। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই আবার নতুন করে শুটিং শুরু করা হল পুবের ময়নার। গল্পেও থাকছে চমক।
আরও পড়ুন : ২০২৪ সালের সেরা সিরিয়াল কোনটি? দেখুন দর্শকের বিচারে সেরা সিরিয়ালের তালিকা
আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল! অনেক দিন পর ফের ছোটপর্দায় ফিরছেন এই জনপ্রিয় অভিনেতা
রোদ্দুর এবং ময়নার মাঝখানে আবার এসে হাজির রোদ্দুরের প্রাক্তন প্রেমিকা গুঞ্জা। নানাভাবে ময়নাকে ফাঁসানোর চেষ্টা করছে সে। ময়নাকে রোদ্দুরের জীবন থেকে সরিয়ে ফেলতে চায় গুঞ্জা। এবার রোদ্দুর, ময়না এবং গুঞ্জার ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে আবার ঘুরে দাঁড়াচ্ছে পুবের ময়নার গল্প। বর্তমানে যেমন সম্প্রচার চলছে, আগামী দিনেও ঠিক একইভাবে চলবে সম্প্রচার। দর্শকদের চাহিদা চাপে সিরিয়াল বন্ধের দিন পিছিয়ে দিলেন পুবের ময়নার নির্মাতারা।