দর্শকদের জন্য একটার পর একটা নতুন নতুন চমক আনছে জি বাংলা। টিআরপিতে স্টার জলসাতে এক চুল জায়গা ছাড়তে নারাজ এই চ্যানেল। তাই একাধিক সিরিয়ালের বাজেট বেড়েছে। তাইতো কোনও সিরিয়ালের প্রোমোর শুটিং হচ্ছে কাশ্মীরে, তো কোথাও আবার মহাকুম্ভে হচ্ছে শুটিং। এবার বেঙ্গল টপার সিরিয়াল জি বাংলার পরিণীতায় আসছে এই দুর্দান্ত চমক।
২০২৫ সালের অন্যতম বড় আকর্ষণ মহাকুম্ভ উৎসব। ১৪৪ বছর পর বিশেষ এই সংযোগে উত্তরপ্রদেশে কোটি কোটি মানুষের ভিড় হয়েছে। বহু মানুষ সঙ্গমে গিয়ে পুণ্য স্নান করছেন। মহাকুম্ভ মেলাই এখন গোটা দেশের প্রধান চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় সিরিয়ালের টিআরপি আরও হাই করতে পরিণীতার গোটা টিম চলল মহাকুম্ভের উদ্দেশ্যে। নিঃসন্দেহে গল্পে আসছে নতুন মোড়।
সত্যিই কি মহাকুম্ভে যাচ্ছে পরিণীতার পরিবার?
এই সিরিয়ালের গল্পে মহাকুম্ভ উঠে আসলেও আদতে কিন্তু উত্তরপ্রদেশের প্রয়াগ রাজের মহাকুম্ভে যাওয়া হচ্ছে না। সিরিয়ালের সেটটাই মহকুম্ভের আদলে গড়ে তোলা হবে। তবে ধারাবাহিককে যে গল্পের ট্র্যাক নতুন আসতে চলেছে তাতে মহাকুম্ভের বিশেষ ভূমিকা থাকবে। ইতিমধ্যেই পরিণীতা সিরিয়ালের কলাকুশলীদের মহাকুম্ভ যাত্রার লুক প্রকাশ পেয়েছে। তাতে পারুল ও রায়ানকে গেরুয়া বসনে দেখা গিয়েছে।
আরও পড়ুন : কেন অভিনয় ছেড়ে দিলেন ‘বয়েই গেল’ সিরিয়ালের নায়িকা? মুখ খুললেন বাসবদত্তা চ্যাটার্জী
আরও পড়ুন : বেঙ্গল টপার নয়, তবুও পেল ২২ টি পুরস্কার! রেকর্ড গড়লো স্টার জলসার সিরিয়াল
পরিণীতা গত ৬ সপ্তাহ ধরে বেঙ্গল টপার। এমনিতেই এই সিরিয়ালের থেকে নজর ফেরাতে পারছেন না দর্শকরা। তাই এবার যদি বর্তমানের ট্রেন্ডিং টপিক মহাকুম্ভ উঠে আসে সিরিয়ালের গল্পে তাহলে তাতে টিআরপি বাড়বে বই কমবে না। অর্থাৎ আগামী কয়েক সপ্তাহেও পরিণীতার বেঙ্গল টপার হওয়া বাঁধা।