কবে কোন স্লটে দেখা যাবে মিত্তির বাড়ি? প্রকাশ্যে এলো সম্প্রচারের দিনক্ষণ

অবশেষে প্রকাশ্যে এল জি বাংলার (Zee Bangla) নতুন সিরিয়াল ‘মিত্তির বাড়ি’র (Mittir Bari) টাইম স্লট। ‘মিঠাই’ সিরিয়ালের পর আবার টেলিভিশনের পর্দায় ফিরছেন আদৃত রায় (Adrit Roy)। স্বাভাবিকভাবেই তাই দর্শকদের মনে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে এই সিরিয়ালের টাইম স্লট জানার জন্য মুখিয়েই ছিলেন সকলে। অবশেষে চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হল জি বাংলার নতুন সিরিয়ালের সম্প্রচারের দিনক্ষণ।

সম্প্রতি জি বাংলা ‘মিত্তির বাড়ি’র প্রোমো পোস্ট করেছে।‌ এবং সেই সঙ্গে জানিয়ে দিয়েছে ধারাবাহিকের সম্প্রচারের দিনক্ষণ। আগামী ২৫ শে নভেম্বর সোমবার থেকে রাত ৯টার সময় সম্প্রচারিত হবে এই সিরিয়াল। নতুন সিরিয়াল আসা মানেই পুরনো কোনও সিরিয়ালের ইতি। তবে ওই স্লটে এখন ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ সম্প্রচারিত হচ্ছে। এটাও জি বাংলার একটি নতুন সিরিয়াল। মাত্র কয়েক মাস আগেই শুরু হয়েছে এই সিরিয়ালের পথ চলা। তাহলে কি এখানেই থামবে ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’? নাকি স্লট পরিবর্তন হবে এই সিরিয়ালের?

Zee Bangla`s New Serial Mittir`s Bari Promo

ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, আপাতত ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ নতুন কোনও স্লট পাচ্ছে না। চ্যানেলের তরফ থেকে এখনো কোনও নতুন স্লটের কথা ঘোষণা করা হয়নি। এখানেই নাকি শেষ হবে ধারাবাহিক। এই খবরে বেশ মন খারাপ ডায়মন্ড দিদির ভক্তদের। তবে মিঠাই ভক্তরা খুবই উৎসাহিত তাদের উচ্ছে বাবুকে ফিরে পেয়ে। নতুন সিরিয়ালে আদৃতর নাম হয়েছে রুদ্র এবং তার নায়িকা পারিজাত চৌধুরী। তিনি জোনাকির ভূমিকায় অভিনয় করবেন। মিঠাই এবং উচ্ছেবাবুর মত রুদ্র এবং জোনাকির কেমিস্ট্রি কতটা জমবে সেটাই এখন দেখার।

তবে এই সিরিয়ালের প্রোমো কিন্তু দর্শকদের খুবই পছন্দ হয়েছে। অনেক নামিদামি তারকারা রয়েছেন কাস্টিংয়ে। রুদ্রর ঠাকুমা এবং ঠাকুরদার ভূমিকাতে অভিনয় করছেন অনুরাধা রায় এবং দুলাল লাহিড়ী। এছাড়াও রয়েছেন শংকর চক্রবর্তী, পৌলমী দত্ত, মানসী সিংহ এবং আরও অনেকে। যৌথ পরিবারের প্রেক্ষাপটেই সিরিয়ালের গল্প। যদিও মিত্তির বাড়িতে রুদ্রর দাদু এবং ঠাকুমা একাই থাকেন। তাদের সঙ্গে আশ্রিতা হিসেবে থাকে জোনাকি।

Mittir Bari

ধারাবাহিকের গল্প অনুসারে, মিত্তির বাড়ি বিক্রি করে দিতে চায় রুদ্রর বাবা ও কাকারা। কিন্তু তার ঠাকুরদা মোটেই সেটা চান না। এদিকে মিত্তির বাড়ির কালীপুজোর সময় গোটা পরিবার আসে। জোনাকি নিজেই বাড়ির পুরনো এবং ভাঙ্গা জিনিস দিয়ে সুন্দর করে পুজো মন্ডপ গড়ে তোলে। এটা দেখে রাগ করেন মিত্তির বাবু। তার আফসোস ছেলেমেয়ে, নাতি-নাতনি সবাই থাকা সত্ত্বেও বৃদ্ধ অবস্থায় তাদের একাই থাকতে হয়। ঠিক সেই মুহূর্তেই তার নাতি রুদ্র গোটা পরিবারকে নিয়ে মিত্তির বাড়িতে ঢোকে। এতে সবাই খুশি হলেও কিছুক্ষণের মধ্যেই পরিবেশ বদলে যায় যখন রুদ্রর বাবা বাড়ি বিক্রি করে দেওয়ার জন্য কাগজে সই করতে বলে মিত্তির বাবুকে।

Mittir Bari

তবে বাবার এই কাজের বিরোধিতা করে রুদ্র। ঠিক সেই মুহূর্তেই মা কালীর পুজোর মন্ডপের উপর টাঙানো চাঁদোয়া খুলে পড়ে। তা দেখে জোনাকি এবং রুদ্র ছুটে যায় সেটা ধরতে। তাদের দেখাদেখি রুদ্রর ভাই-বোনেরাও ছুটে আসে। আর ধারাবাহিকের ট্যাগলাইনে বলা হয়, “শুভরই হবে জয়, অশুভর নয়, শিকড় জুড়ে থাকলে কেটে যাবে ভয়।”

আরও পড়ুন : আবার টেলিভিশনে ফিরছেন যশ দাশগুপ্ত! কবে কোন চ্যানেল? জানুন বিস্তারিত

Mittir Bari

আরও পড়ুন : বহু বছর পর সিরিয়ালে ফিরছে ছোট্ট ‘ভুতু’! কবে কোন চ্যানেল? জানুন বিস্তারিত

অর্থাৎ বড়রা যাই করুক না কেন, মিত্তির বাড়ির নতুন প্রজন্ম তাদের পরিবারে কোনও আঁচ লাগতে দেবে না। বাকি এই গল্পের বিষয়ে আরও বেশি জানতে হলে চোখ রাখতে হবে সোম থেকে শনিবার জি বাংলার পর্দায়, ঠিক রাত ৯ টায়। রবিবার এই সিরিয়ালের সম্প্রচার হবে না। কারণ রবিবার থাকে দিদি নাম্বার ওয়ানের স্পেশাল এপিসোড।