১০০% বেঙ্গল টপার! আসছে দুগ্গামণি ও বাঘমামা, রইল জি বাংলার নতুন সিরিয়ালের প্রোমো

ফের নতুন চমক দিল জি বাংলা। এ যেন একেবারে বিনা মেঘে বজ্রপাত। তবে দুঃসংবাদ নয়, কোনও আগাম খবর ছাড়াই নতুন সিরিয়াল এনে কার্যত সবাইকে চমকে দিল জি বাংলা। কোনওরকম আভাস ছাড়াই আবার সিরিয়ালে ফিরলেন মানালি দে। নতুন এই সিরিয়ালের নাম দুগ্গামণি ও বাঘমামা। কার কাছে কই মনের কথা সিরিয়ালের পর আবার ফিরছেন মানালি। জি বাংলার এই নতুন সিরিয়ালে থাকছে একাধিক চমক।

আসছে দুগ্গামণি ও বাঘমামা

জি বাংলার নতুন এই সিরিয়ালের গল্প মূলত মা ও মেয়ের গল্প আর সেই সঙ্গে থাকবে সুপারন্যাচারালের ছোঁয়া। প্রোমোর শুরুতেই দেখা গেল কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের শিশু অভিনেত্রী রাধিকা কর্মকারকে। ছেলেধরাদের হাত থেকে বাঁচতে পালাচ্ছে ছোট্ট মেয়েটি। তার সঙ্গে রয়েছে একটি খেলনা বাঘ পুতুল। পালাতে পালাতে সে ঢুকে পড়ে একটি বাড়িতে সেখানে দুর্গা মূর্তি তৈরি হচ্ছিল। দেবী দুর্গাকে সে অনুরোধ করে যেন তিনি ছেলেধরাদের বলে না দেন তার কথা।

Zee Bangla`s New Serial Duggamoni O Bagh Mama`s Promo Released

দুগ্গামণি ও বাঘমামা সিরিয়ালের গল্প

দুগ্গামণি হঠাৎ খেয়াল করে মা দুর্গার চোখ আঁকা নেই। তার মনে হয় মা তো তাকে দেখতেই পাবে না। তাই সে মই বেয়ে উঠে মায়ের চোখ এঁকে দেয়। দেবী দুর্গার চক্ষুদানের সঙ্গে সঙ্গে তারও তৃতীয় চক্ষু খুলে যায়। তারপর থেকে দুগ্গামণি মানুষের মনের কথা বুঝতে শুরু করে। হঠাৎ সেখানে হাজির হয় বাড়ির সব লোক। দুগ্গামণিকে দেখে তারা চমকে যায়। দুগ্গামণি সকলের মনের কথা বুঝতে শুরু করে। বাড়ির এক বউ যে মা দুর্গার গয়না চুরি করার ষড়যন্ত্র করছে সেটা সে ফাঁস করে দেয়। অনাথ আশ্রমের এক মহিলা দুগ্গামণিকে নিয়ে যেতে আসে। তিনি আসলে দুগ্গামণিকে বিক্রি করে দিতে চাইছিলেন।

Zee Bangla`s New Serial Duggamoni O Bagh Mama`s Promo Released

এরই মধ্যে হঠাৎ মানালিকে দেখে ছোট্ট মেয়েটি। তার কাছে গিয়ে সে বলে দেয় তারই মত মানালির ছোট্ট মেয়েটি হারিয়ে গিয়েছে। এই কথা শুনে মানালি তাকে বুকে জড়িয়ে ধরে। প্রশ্ন করে সে কে? তবে কি দুগ্গামণিই মানালির সেই হারিয়ে যাওয়া মেয়ে? উত্তর মিলবে সিরিয়ালটি শুরু হলে।

আরও পড়ুন : সিরিয়াল থেকে সোজা সিনেমায় চান্স! টলিউডে পা রাখবেন স্টার জলসার এই অভিনেতা

Zee Bangla`s New Serial Duggamoni O Bagh Mama`s Promo Released

আরও পড়ুন : বহুদিন পর সিরিয়ালে ফিরছেন জনপ্রিয় নায়িকা! বিপরীতে থাকবেন এই টিআরপি টপার নায়ক

কে কে রয়েছেন এই সিরিয়ালে?

মুখ্য ভূমিকায় মানালি দে এবং রাধিকা কর্মকার রয়েছেন সে তো এতক্ষণে জেনেই গিয়েছেন। এছাড়াও এই সিরিয়ালে থাকবেন রাহুল বসু, কন্যাকুমারী মুখোপাধ্যায় সহ আরো অনেকে। রাহুল এই সিরিয়ালে মানালির স্বামীর চরিত্রে অভিনয় করবেন। নতুন এই সিরিয়ালের সম্প্রচারের দিনক্ষণ জানা যায়নি এখনো। তবে প্রোমো দেখে দর্শকরা কিন্তু খুবই উৎসাহিত।