দিনে দিনে কমছে টিআরপি। ক্রমাগত আগ্রহ হারিয়ে ফেলছেন দর্শকরা। স্লট বদলের পর থেকেই কার্যত জি বাংলার নিম ফুলের মধু সিরিয়ালের টিআরপির নম্বর ক্রমশ কমছে। ক্রমাগত প্রত্যেক সপ্তাহেই স্লট হারাচ্ছে একসময়ের বেঙ্গল টপার নিম ফুলের মধু। যে কারণে এই সিরিয়াল বন্ধ করে দেওয়া নিয়ে আশঙ্কা করছেন দর্শকরা। টিআরপি কমছে ঠিকই, তবুও তারা চাইছেন না সিরিয়ালটি এখনই বন্ধ হোক। দর্শকদের দাবি মেনেই এবার তাই সিদ্ধান্ত পাল্টে ফেলল চ্যানেল কর্তৃপক্ষ।
নিম ফুলের মধুতে আসছে বিরাট পরিবর্তন
সম্প্রতি জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালটি নতুন আঙ্গিকে ফিরেছে। লিপ নেওয়ার পর এখন গল্প এগোচ্ছে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গাকে নিয়ে। সিরিয়ালের গল্পে এখন রয়েছে ঘটনার ঘনঘটা। তাই আবার টিআরপি তালিকায় ঘুরে দাঁড়াতে পেরেছেন জগদ্ধাত্রী। আবার পূবের ময়না সিরিয়ালটিরও অন্তিম সম্প্রচারের শুটিং
ও ঘোষণা হয়ে যাওয়ার পরেও নতুন করে আবার গল্প মোড় নিয়েছে। নিম ফুলের মধুর জন্যেও এমনই কিছু ভেবেছে চ্যানেল কর্তৃপক্ষ। স্টুডিও পাড়াতে গুঞ্জন নিম ফুলের মধু নাকি এখনই বন্ধ হবে না।
নতুন সিদ্ধান্ত নিলেন নির্মাতারা
বিগত বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল এই সিরিয়ালের নায়ক সৃজন নাকি নতুন সিরিয়ালের শুটিং শুরু করতে চলেছেন। সিরিয়াল বন্ধের জল্পনার মাঝে হঠাৎ এমন খবর পেয়ে দর্শকরা ধরেই নিয়েছিলেন এবার নিম ফুলের মধুর যাত্রা শেষ হবে। কিন্তু এখন শোনা যাচ্ছে নির্মাতারা আগামী দিনে সৃজন এবং পর্ণার ছেলে ও মেয়েকে নিয়ে গল্প এগিয়ে নিয়ে যেতে চান। ইতিমধ্যেই পুঁটি এবং অভিষেকের গল্পের উপর জোর দিতে শুরু করেছেন নির্মাতারা। স্লট হারা হলেও নিম ফুলের মধুর টিআরপি কিন্তু খুব বেশি পিছিয়ে নেই। তাই আগামী দিনে আবার হৃত গৌরব ফিরে পাওয়া এই সিরিয়ালের জন্য এমন কিছু অসম্ভব নয়।
আরও পড়ুন : বহুদিন পর পর্দায় ফিরছেন টিআরপি টপার নায়িকা! জি বাংলাতে আসছে এই নতুন সিরিয়াল
আরও পড়ুন : হুড়মুড়িয়ে কমছে TRP! ৫ মাসেই বন্ধের মুখে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল
রুবেল দাসের নতুন সিরিয়াল
স্টুডিও পাড়াতে জোর গুঞ্জন জি বাংলার নতুন একটি সিরিয়ালের জন্য নাকি ইতিমধ্যেই সুযোগ পেয়ে গিয়েছেন রুবেল। এই সিরিয়ালে তার নায়িকা হতে পারেন মধুরিমা চক্রবর্তী। আবার মোহনা মাইতিও থাকবেন বলে শোনা যাচ্ছে। কাজেই নিম ফুলের মধুতে আগামী দিনে পর্ণা এবং সৃজনের জুটি আর দেখা যাবে না। হ্যাঁ, তবে তাদের ছেলে মেয়েরা যদি দর্শকদের ধরে রাখতে পারেন তবেই এগোবে গল্প। আর নয় তো দুবছরের মাথাতেই পাততাড়ি গোটাতে হবে নিম ফুলের মধুকে।