হয়ে গেল অন্তিম শুটিং! ৫ মাসেই বন্ধের মুখে জি বাংলার এই মেগা সিরিয়াল

ফের সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জি বাংলা। স্টার জলসার কাছে একের পর এক সপ্তাহে টিআরপিতে স্লট হারানোর পর এবার পাকাপাকিভাবে সিরিয়াল বন্ধের পথে এগোচ্ছে চ্যানেল। মাত্র ৫ মাস আগে শুরু হওয়া প্রায় নতুন একটি সিরিয়াল এখন গল্প অসমাপ্ত রেখেই বন্ধ হওয়ার মুখে। সেই সিরিয়ালের নাম আনন্দী। ঋত্বিক মুখার্জী এবং অন্বেষা হাজরার এই মেগা সিরিয়ালটি দর্শকদের মধ্যে জনপ্রিয় হলেও টিআরপি তুলতে ব্যর্থ হয়েছে।

স্টার জলসার গীতা এলএলবিকে হারানোর জন্য জি বাংলাতে সন্ধে সাড়ে ছটার সময় সম্প্রচার শুরু হয় আনন্দীর। তবে গীতাকে হারানো প্রথম থেকেই আনন্দীর পক্ষে কঠিন ছিল। বলতে গেলে উকিল গীতার সঙ্গে নার্স আনন্দীর লড়াইতে গীতা এলএলবিই জিতে গেল। গত বছরের ২৩ শে সেপ্টেম্বর আনন্দীর পথচলা শুরু হয়েছিল। কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই এই সিরিয়ালের অন্তিম সম্প্রচার হবে। ইতিমধ্যেই সিরিয়ালের অন্তিম শুটিং হয়ে গিয়েছে বলেই খবর।

Anandi

ঋত্বিক মুখার্জী এবং অন্বেষা হাজরা বাংলা সিরিয়ালের জনপ্রিয় জুটি। ‘এই পথ যদি না শেষ হয়’তে তাদের দুজনকে দেখে দর্শকরা খুবই খুশি হতেন। আনন্দী সিরিয়ালের মাধ্যমে পুরনো সেই জুটিকে ফিরে পেয়ে বেশ উৎসাহিত হয়েছিলেন তারা। কিন্তু টিআরপি বড় বালাই। টিআরপি তুলতে বারবার ব্যর্থ হওয়ার কারণে সিরিয়ালটিকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে চ্যানেল। গত ৯ই ফেব্রুয়ারি এই ধারাবাহিকের অন্তিম শুটিং হয়ে গিয়েছে।

আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল ‘পুতুল TTP’! দেখুন ধারাবাহিকের প্রথম প্রোমো

Anandi

আরও পড়ুন : নায়িকা বদলানোই কাল হল! ৫ মাসেই বন্ধের মুখে এই জনপ্রিয় মেগা সিরিয়াল

তবে আপাতত দর্শকদের জন্য সুখবর এটাই যে আনন্দীর অন্তিম পর্বেও থাকবে টুইস্ট। শেষ পর্বে কী কী ঘটবে তা জানার জন্য দেখতে ভুলবেন না আনন্দী। তবে টিআরপির অভাবে গল্প অসমাপ্ত রেখেই বিদায় নিচ্ছে আনন্দী। তাই মন খারাপ সকল দর্শকদের।