সিরিয়াল থেকে সোজা সিনেমায় চান্স! টলিউডে পা রাখবেন জি বাংলার এই নায়িকা

এবার বাংলা ছোট পর্দা থেকে আরও এক নায়িকা পেতে চলেছে টলিউড। সৌমিতৃষা কুন্ডু, ইধিকা পালের পর এবার এই সুবর্ণ সুযোগ এলো স্বীকৃতি মজুমদারের হাতে। স্টার জলসা এবং জি বাংলার একাধিক সিরিয়ালে অভিনয় করা এই অভিনেত্রী এবার টলিউডে নিজের অভিষেক ঘটাবেন। তাও আবার মৈনাক ভৌমিকের সিনেমার হাত ধরে। বিপরীতে থাকবেন জনপ্রিয় নায়ক। এবার টলিউড কাঁপাতে সিরিয়াল ছেড়ে সিনেমায় পা রাখতে চলেছেন স্বীকৃতি।

বাংলা সিরিয়ালের অন্যতম সেরা নায়িকা স্বীকৃতি মজুমদার

স্বীকৃতি মজুমদারের অভিনয় যাত্রা শুরু হয়েছিল স্টার জলসার খেলাঘর ধারাবাহিক দিয়ে। সেই ধারাবাহিকটি থেকে বেশ জনপ্রিয়তা পেয়েছিল স্বীকৃতি এবং সৈয়দ আরেফিনের জুটি। তারপর স্বীকৃতিকে রূপা গাঙ্গুলীর সঙ্গে স্টার জলসাতে মেয়েবেলা সিরিয়ালে অভিনয় করতে দেখা যায়। এরপর জি বাংলাতে আলোর কোলে সিরিয়ালে কৌশিক সেনের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি জি বাংলার আনন্দী সিরিয়ালে একটি পুলিশ অফিসারের চরিত্রে ক্যামিও রোলেও নজর কাড়েন তিনি।

 Swikriti Majumder

টলিউডে পা রাখবেন স্বীকৃতি মজুমদার

নন্দী প্রোডাকশন হাউজের ‘বিষন্ন’ সিনেমার হাত ধরে টলিউডে প্রবেশ করতে চলেছেন স্বীকৃতি। তার সিনেমার পরিচালনা করবেন মৈনাক ভৌমিক। এই সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন লোকনাথ দে। আর পুলিশ অফিসারের চরিত্রে দেখা মিলবে চন্দন সেনের। একটি সাধারণ মানুষের জীবন কীভাবে ঘটনাচক্রে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে যায় সেটাই এই সিরিয়ালের প্রধান বিষয়বস্তু।

আরও পড়ুন : বহুদিন পর পর্দায় ফিরছেন টিআরপি টপার নায়িকা! জি বাংলাতে আসছে এই নতুন সিরিয়াল

Swikriti Majumder

আরও পড়ুন : সেরা নায়ক-নায়িকা থেকে বর-বউ! জি বাংলা সোনার সংসারে কে কোন পুরস্কার পেল?

এছাড়াও ক্যাস্টিংয়ে থাকছে ব্যাপক চমক

এই সিনেমায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সুব্রত দত্ত, পায়েল সরকার, ঈশান মজুমদার ও প্রসূন সাহারাও থাকবেন অন্যান্য চরিত্রে। ইতিমধ্যেই এই নতুন সিনেমার শুটিং শুরু হয়ে গিয়েছে। কলকাতার আনাচে-কানাচে সিনেমার শুটিং চলছে জোর কদমে। যতদূর জানা যাচ্ছে এই বছরই সিনেমা হলে মুক্তি পাবে এই সিনেমাটি।