Amor Songi Slot: কবে কোন স্লটে আসছে নীল-শ্যামৌপ্তির ‘অমর সঙ্গী’? প্রকাশ্যে এল টাইম টেবিল

বহু সময় পর আবার জি বাংলার (Zee Bangla) হাত ধরে ক্যামেরার সামনে ফিরতে চলেছেন নীল ভট্টাচার্য। তার সঙ্গে জুটি বেঁধেছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্যামৌপ্তি মুদুলি। তাদের ‘অমর সঙ্গী’ (Amor Songi) সিরিয়ালের প্রোমো দেখে বেশ আশাবাদী ছিলেন দর্শকরা। কিন্তু সেই ধারাবাহিকের টাইম স্লট প্রকাশ্যে আসতেই মাথায় হাত পড়লো সবার। কার্যত নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না কেউ।

সাধারণত যেকোনো নতুন সিরিয়াল আসে চ্যানেলের প্রাইম টাইমে। বিশেষ করে সন্ধ্যে ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়কে প্রাইম টাইম হিসেবে ধরা হয়। আজ পর্যন্ত জি বাংলা কিংবা স্টার জলসায় যতগুলো নতুন সিরিয়াল এসেছে সবকটি সিরিয়াল প্রাইম টাইম পেয়েছে। কোন কোন সিরিয়াল অবশ্য প্রাইম টাইম এর একটু আগে কিংবা পরে যেমন বিকেল সাড়ে পাঁচটা কিংবা রাত সাড়ে দশটাতেও সুযোগ পেয়েছে। কিন্তু ‘অমর সঙ্গী’র সঙ্গে যা ঘটলো তা আগে কখনো ঘটেনি।

Amor Songi

সন্ধ্যা কিংবা রাতে নয়, এমনকি বিকেলেও নয়। ‘অমর সঙ্গী’কে দুপুর ২.৩০টার সময় নামিয়ে দেওয়া হল। এবার থেকে সোম থেকে রবি প্রত্যেকদিন দুপুর আড়াইটার সময় ‌সম্প্রচারিত হবে নতুন এই সিরিয়াল। এর আগে কখনো এমন হয়নি অন্য কোনো নতুন সিরিয়ালের সঙ্গে। চ্যানেলের এই সিদ্ধান্তে তাই বেশ অবাক হয়েছেন দর্শকরা।

এই সিরিয়ালের গল্প একটি প্রেম কাহিনীর উপর ভিত্তি করে তৈরি হয়েছে। রাজ এবং শ্রী একে অপরকে ভালোবাসে। কিন্তু রাজ শ্রীয়ের কাছে নিজেকে বড়লোকের ছেলে হিসেবে মিথ্যে পরিচয় দেয়। ভাড়া করা গাড়ি নিয়ে জামা-কাপড় পরে প্রেমিকার নজরে বড় হতে চায়। কিন্তু আসলে তার বাড়ি ভাঙাচোরা। খুবই গরীব তারা। একদিন তা জানতে পেরে যায় শ্রী‌। রাজ তাকে মিথ্যে বলেছে এ কথা সে মানতে পারে না।

আরও পড়ুন : চোখের বালির বিনোদিনী এখন কোথায়? অভিনয় ছেড়ে এখন কি করছেন অভিনেত্রী?

Amor Songi Serial In Zee Bangla New Promo Released

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের সেরা নায়ক কে? নামটা না শুনলে বিশ্বাস হবে না

আগামী ৫ ই আগস্ট থেকে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে ‘অমর সঙ্গী।’ ১৯৮৭ সালে প্রসেনজিৎ চ্যাটার্জী এবং বিজয়েতা পন্ডিতের ‘অমর সঙ্গী’ নামের একটি সুপারহিট ছবি মুক্তি পেয়েছিল। সেই ছবির নামে এই সিনেমা। উল্লেখ্য, এই সিনেমার প্রযোজনা করেছেন খোদ প্রসেনজিৎ চ্যাটার্জী।